
ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা কমই দেখা যায়—একজন খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তারই জন্মভূমির বিপক্ষে। মুহাম্মদ আব্বাসের ক্ষেত্রে সেটাই ঘটল। জন্ম পাকিস্তানে হলেও বেড়ে ওঠা নিউজিল্যান্ডে, আর এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হলো কিউইদের জার্সিতে, প্রতিপক্ষ সেই পাকিস্তান! বাবার দেশের বিপক্ষে প্রথমবার মাঠে নেমেই নজর কাড়লেন এই অলরাউন্ডার, গড়ে ফেললেন এক দুর্দান্ত বিশ্বরেকর্ড।
দলের প্রয়োজনে ৪২তম ওভারে ব্যাট হাতে নামেন আব্বাস। শুরু থেকেই দেখান আক্রমণাত্মক মেজাজ। মাত্র ২৪ বলে তুলে নেন ফিফটি, যা ওয়ানডে অভিষেকে দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড। শেষ পর্যন্ত ২৬ বলে ৫২ রান করে ইনিংসের শেষ বলে আউট হন তিনি। তার আগে মার্ক চ্যাপম্যানের ১৩২ ও ড্যারিল মিচেলের ৭৬ রানের সুবাদে নিউজিল্যান্ড তোলে ৫০ ওভারে ৩৪৪ রানের বিশাল স্কোর।
আব্বাসের আগে ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের দখলে। দুজনই ২৬ বলে ফিফটি করেছিলেন। কিন্তু আব্বাস তাদের ছাড়িয়ে নিলেন মাত্র ২৪ বলেই।
আরও পড়ুন:
» বিদেশি লিগে কবে খেলতে যাবেন ছাড়পত্র পাওয়া ৬ ফুটবলার?
» বাসায় ফিরে নতুন জীবন পাওয়া প্রসঙ্গে যা বললেন তামিম
এই পারফরম্যান্সের ইঙ্গিত আব্বাস আগেই দিয়েছিলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে। ফেব্রুয়ারিতে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন তিনি। সিরিজে ডাক পাওয়ার আগ পর্যন্ত ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে প্রায় ৩৫ গড়ে ৪৫৪ রান করেছিলেন, নিয়েছিলেন ৫ উইকেটও। আর অভিষেক ম্যাচেই জানিয়ে দিলেন, তিনি এসেছেন বড় মঞ্চে আলো ছড়াতে।
পাকিস্তানের হয়ে এ ম্যাচে ইরফান খান ৩ উইকেট নেন, হারিস রউফ ও আকিফ জাভেদ পান ২টি করে উইকেট। তবে বড় লক্ষ্যের সামনে দাঁড়িয়ে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সফরকারীরা। পাকিস্তান অলআউট হয় ২৭১ রানে, ম্যাচ হারে ৭৩ রানে। তবে পুরো ম্যাচের আলো যেন কেড়ে নিলেন একাই মুহাম্মদ আব্বাস!
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এফএএস
