Connect with us
ফুটবল

অভিমানী কৃষ্ণার অভিযোগ, কারণ জানতে চাইবে বাফুফে

Krishna Rani Sarkar
বাংলাদেশের নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। - সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে অভিযোগ এনে নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন জাতীয় দলের নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। বাফুফের বিরুদ্ধে এমন কাণ্ড ঘটানোয় এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই খেলোয়াড়। কৃষ্ণাকে শোকজ জানানো হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

প্রায় ২ বছর যাবত ইনজুরির সাথে লড়াই করছেন জাতীয় দলের এই ফুটবলার। ফলে সদ্য শেষ হওয়া লিগেও সবগুলো ম্যাচে খেলতে পারেননি। চোটের কারণে আসন্ন চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি কৃষ্ণাকে। সম্প্রতি বাফুফের বিরুদ্ধে কৃষ্ণার অভিযোগ সম্পর্কে দেশের এক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এই নিয়ে বাফুফের শীর্ষ মহলে তোলপাড় শুরু হয়।

কৃষ্ণা অভিযোগ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দেশের এক সংবাদমাধ্যমকে জানান, ‘কৃষ্ণা ফেসবুক স্ট্যাটাসে যা বলেছেন তা পুরোপুরি মিথ্যা। গতকাল বিকেলের তার সঙ্গে আমার কথা হয়েছে, ওর চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছি আমি। তার উন্নত চিকিৎসার জন্য কিছু করতে হবে কি না জানতে চেয়েছি। বিদেশি চিকিৎসা করাতে হলে তার একটি চাহিদাপত্র আমাদের দিতে বলেছি। ওর জন্য প্রয়োজনে ভিসা প্রসেসিং করতে প্রটোকল বিভাগেও আমাদের নির্দেশনা দেওয়া আছে।’

আরো পড়ুন : বিশ্বকাপে যেখানে সমানে সমান সাকিব-রোহিত


‘এত কিছুর পরও কৃষ্ণার এমন অভিযোগ শাস্তিযোগ্য অপরাধ। আমি দ্রুতই তার এমন কাজের কারণ জানতে চেয়ে তাকে শোকজ করবো। তারপর এর যথাযথ ব্যবস্থা নেবো। আমরা ফুটবলারদের স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট থাকি। জাতীয় দলের ক্যাম্প থেকে ছেলে বা মেয়ে যে কেউ চোটে পড়লেই আমরা তাদের চিকিৎসার খরচ বহন করি। কৃষ্ণার চিকিৎসার জন্যও আমরা টাকা দিয়েছি। তার চোখের ডাক্তার দেখানোর জন্যও টাকা দেওয়া হয়েছে।’

তুষার আরও বলেন, ‘অন্য নারী ফুটবলারদের চিকিৎসার জন্যও আমরা টাকা দিয়েছি। এক কথায় যে কোন ফুটবলারের সমস্যাতেই আমরা সহযোগিতা করেছি। তাই এমন মিথ্যা অভিযোগ এনে বাফুফেকে কেন হেয় করার পাঁয়তারা করছে কৃষ্ণা, তা জানতে চেয়ে তাকে শোকজ করা হবে।’

ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল