প্রথম ম্যাচের মত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতের কাছে কোন প্রকার পাত্তা পায়নি বাংলাদেশ দল। রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে টাইগাররা। এমন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেক বিষয় তুলে ধরেছেন তাসকিন আহমেদ।
গতকাল বুধবার ভারতের দেয়া ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৬ রানের বড় পরাজয় দেখে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদ বলেন উন্নতি করতে হবে ক্রিকেটারদের স্কিলে। এছাড়াও অনেকগুলো কারণের মধ্যে উল্লেখ করেছেন হোম কন্ডিশনে ভালো উইকেট না পাওয়ার।
সংবাদ সম্মেলনে এই টাইগার পেসার বলেন, ‘দেখেন প্রথম দিকে কিন্তু আমরা ভালো বোলিং করেছিলাম। তবে এরপর তারা ঘুরে দাঁড়ায়। অন্যদিনের তুলনায় হয়তো কিছুটা বেশি খারাপ দিন গেছে স্পিনারদের জন্য। টি-টোয়েন্টিতে যে কোন দিন যেকোনো কিছু হতে পারে। তবে শেষ দিকে ওরা (ভারত) ভালো ব্যাটিং করেছে।’
টি-টোয়েন্টিতে ভালো করতে না পারার একাধিক কারণ উল্লেখ করে তাসকিন বলেন, ‘কারণ, হয়তো আমাদের নিজেদের স্কিল ডেভলপ করতে হবে, হোম কন্ডিশনে আরও ভালো উইকেটে খেলতে হবে, এগুলাই বিভিন্ন কারণ। তাছাড়া আপনারও অনেকদিন ধরে দেখছেন আপনারও দুই একটা কারণ বলে দিয়েন। চেষ্টা করব উন্নতি করার।’
ম্যাচ হারের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে অনেক বড় টোটাল হয়ে যাওয়ার কারণে তখন তাড়া করা হয়ে গেছে অনেক কঠিন। তারপর ব্যাটিংয়ে উইকেট কলাপ্স করেছে। আর শুরুতে টপ অর্ডার ফেল করলে আর কিছু করার থাকে না। টি-টোয়েন্টিতে টপ ৫-৬ ফেল করলে অনেক কঠিন হয়ে যায়।’
আরও পড়ুন:
» দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
» টি-টোয়েন্টি র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হলো সাকিবের নাম
ভারতের মতো হাই স্কোরিং রান তাড়া করার অভ্যাস টাইগারদের নেই বলেও জানান তিনি, ‘আইপিএলে বেশিরভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওরা জানে কিভাবে বড় রান তাড়া করা লাগে। ১৮০-২০০ ওদের রেগুলার রান। আর আমাদের ১৩০-৪০-৫০ হোমে। আমাদের ওদের মতো বড় রান তাড়া করার অভ্যাস নেই।’
‘আশা করি ভবিষ্যতে আমাদের হোম কন্ডিশন আরও ভালো হবে। ভালো উইকেটে খেলতে পারলে আমাদের সক্ষমতা বাড়বে। বড় স্কোর তাড়া করা ও ডিফেন্ড করার অভ্যাস হবে। পাশাপাশি যদি অবসর সময়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়, তবে আরও অভিজ্ঞতা বাড়বে। সব মিলিয়েই আরকি উন্নতি করতে হবে।’– যোগ করেন তাসকিন।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/এফএএস