জাতীয় দলের তুলনায় ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দেয়ার ঘটনায় আফগানিস্তানের মুজিবু-উর-রহমান, ফজলহক ফারুকী ও নাবিন-উল হকের ওপর বেজায় চটেছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। শাস্তি স্বরূপ আগামী দুই বছরের জন্য এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র না দেওয়ার কথাও জানানো হয়েছিল। তবে এবার তাদের বিষয়ে কিছুটা নমনীয় হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে মুখ খুলেছে এসিবি।
এর আগে ফ্রাঞ্চাইজি লিগ খেলার সুবিধার্থে ২০২৪ সালে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে রাখার আবেদন করেছিলেন এই তিন ক্রিকেটার। তাদের এমন চাওয়া ভালো ভাবে নেয়নি এসিবি। তাদের বিদেশে লিগ খেলার অনাপত্তি পত্র না দেওয়ার পাশাপাশি জাতীয় দল থেকেও বাইরে রাখা হয়। যদিও ক্ষমা চাওয়ায় ভারত সিরিজ দিয়ে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের।
তবে এবার কিছুটা শিথিল হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা নিজেদের ভুল বুঝতে পারায়, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে এবারও তাদের অন্তর্ভুক্ত করা হবে। এমনকি সীমিত পর্যায়ে ফ্রাঞ্চাইজি লিগ খেলার অনুমতিও দেওয়া হবে। তবে সেটা কি পরিমান সময়ের জন্য বা তার সাথে আর কোন শর্ত জুড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কিছু জানায়নি এসিবি।
আফগান এই তিন তরুণ ক্রিকেটারের বিষয়ে কিছুটা নমনীয় হলেও শেষবারের মতো সতর্কতা জানাতে ভোলেনি এসিবি কর্তারা। বোর্ডের শাস্তির মুখে থাকা এই তিন ক্রিকেটারের যাবতীয় কার্যক্রম এবং পারফরম্যান্স বিশেষভাবে তদারকি করা হবে বলে জানানো হয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের জন্য তাদের মাসিক বেতন ও ম্যাচ ফির বড় একটা অংশ কর্তন করা হবে বলে জানিয়েছে এসিবি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফের জানান, তাদের প্রত্যাশা এই তিন ক্রিকেটার নিজেদের আচরণে সংশোধন আনবেন। এমন কি ভবিষ্যতে কোন আফগান ক্রিকেটার এমন কোন কর্মকাণ্ড ঘটালে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবার এমন ঘটনা ঘটায় শাস্তি কমিয়ে সতর্কতা করা হয়েছে তাদের।
আরও পড়ুন: পাকিস্তান টি-টোয়েন্টি দলে নতুন দায়িত্ব পেলেন রিজওয়ান
ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এফএএস