Connect with us
ক্রিকেট

অ্যালকোহল কোম্পানির লোগো না জড়িয়ে প্রশংসিত মুস্তাফিজ

Mustafizur avoid alcoholic logo from his Jersey
চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

গতকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়ে গেল মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চলতি আইপিএলের প্রথম ম্যাচে তাক লাগিয়ে দিয়েছেন এই টাইগার পেসার। এদিন দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জয়ের ভিত গড়ার পাশাপাশি তিনি জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

দুর্দান্ত বোলিং দিয়ে ফের সকলের নজর কারলেও আরও একটা বিষয়ে মুস্তাফিজ উঠে এসেছেন আলোচনায়। এদিন ম্যাচে চেন্নাই সুপার কিংসের সকল ক্রিকেটারের জার্সির হাতায় একটি অ্যালকোহল কোম্পানির লোগো দেখা যায়। তবে ব্যতিক্রম ছিল মুস্তাফিজুর রহমানের জার্সিতে। যেখানে দেখা যায়নি সেই অ্যালকোহল কোম্পানির লোগো।

একজন মুসলিম ক্রিকেটার হিসেবে অ্যালকোহল কোম্পানির লোগো প্রচার থেকে বিরত থাকায় বেশ প্রশংসিত হচ্ছেন মুস্তাফিজ। এর আগেও ক্রিকেট বিশ্বে বিভিন্নভাবে অ্যালকোহল বর্জন করে নজির গড়েছেন অসংখ্য মুসলিম ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম লেখালেন মুস্তাফিজুর রহমান।

চেন্নাইয়ের জার্সির হাতায় সেই লোগোটি ছিল ভারতীয় এসএনজে গ্রুপের অ্যালকোহলিক পণ্য এসএনজে ১০০০০। কোম্পানিটি লম্বা সময় যাবত স্পন্সর হিসেবে আছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত চেন্নাইয়ের স্পন্সরকারী প্রতিষ্ঠান হিসেবে থাকবে এসএনজে।

যদিও জানা যায়নি, সিএসকে ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই এমন করেছেন কিনা মুস্তাফিজ। এছাড়া অ্যালকোহল কোম্পানির লোগো জার্সিতে ব্যবহার না করায় আর্থিক কোনো লভ্যাংশের অংশ কর্তন করা হবে কিনা মুস্তাফিজের সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। তবে ফিজের জার্সির অন্য হাতায় ভিন্ন দুই কোম্পানির লোগো দেখা যায়।

এদিকে ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও মুস্তাফিজুর রহমানের দৃঢ়তায় গুটিয়ে যায় তাদের টপ অর্ডার। নিজের প্রথম দুই ওভারে ফিজ তুলে নিয়েছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনের উইকেট। ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে বাগিয়ে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

আরও পড়ুন: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরাটের নতুন মাইলফলক

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট