
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি’অরের মালিক তিনি। ২০০৯-২০১২ সাল পর্যন্ত টানা চার বার এই সম্মানজনক পুরস্কার হাতে নেওয়া একমাত্র ফুটবলার তিনিই। মোট ৮ টি ব্যালন ডি’অরসহ ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারে পূর্ণতার মুখ দেখেছেন আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা মেসি এবার জানালেন, ভবিষ্যতে কোন কোন ফুটবলার ব্যালন ডি’অর জিততে পারেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন ৩৬ বছর বয়সী মেসি। খেলার ধারও যে আগের চেয়ে কমে গেছে সেটাও খেলাতেই স্পষ্ট বোঝা যায়। ক্যারিয়ারে সর্ব জয়ী মেসিও আর নিজেকে ব্যালন ডি’অরের দৌড়ে দেখছেন না। তবে এই দৌড়ে ভবিষ্যতে খুব ভালো মত থাকতে পারবেন এমন চার তরুণ ফুটবলারের নাম বলেছেন তিনি।
পাশাপাশি ফুটবলে ব্যক্তিগত এই সম্মানজনক অ্যাওয়ার্ডের সঙ্গে তারা ফুটবল বিশ্ব শাসন করবেও বলে মনে করেন মেসি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে জানা গেছে, এই চার জন হলেন পিএসজির ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে, ম্যান সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও মেসির সাবেক দল বার্সেলোনার স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামাল।

লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত
এ প্রসঙ্গে আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘ভবিষ্যতে এমবাপ্পে, হলান্ড ও ভিনিসিয়ুসের মত খেলোয়াড়েরা ব্যালন ডি’অরের জন্য প্রতিযোগিতা করবে। বার্সার ইয়ামাল এখনো অনেক বেশি তরুণ, তবে সামনের দিনেও সেও ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার হবে।’
কিন্তু অবাক করার বিষয়, বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার জুড বেলিংহামকে এই তালিকায় রাখেননি মেসি। রিয়ালের এই ইংলিশ তারকা মিডফিল্ডার চলতি মৌসুমে রিয়াল এবং লা লিগার সর্বোচ্চ গোলদাতা। অনেক ফুটবলপ্রেমীর ধারণা, রোনালদোর বড় একজন ভক্ত হওয়ার কারণেই মেসি হয়তো তাকে ব্যালন ডি’অরের দৌড়ে রাখেননি।
আরও পড়ুন: আর্জেন্টিনার ১৬ বছর বয়সী মিডফিল্ডারের উপর নজর রিয়ালের
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এমএস/এমটি
