Connect with us
ফুটবল

রোনালদোর মতে ইয়ামাল হবেন এই প্রজন্মের সেরা ফুটবলার

Lamine Yamal and Ronaldo
রোনালদো ও ইয়ামাল। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বে গেল অনেক বছর নিজের দাপট দেখিয়ে আধিপত্য বিস্তার করে গেছেন এমন খেলোয়াড়ের তালিকা করলে নিঃসন্দেহে সবার উপরের দিকে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির নাম। তবে সময়ের পালাক্রমে শেষ হয়ে আসছে তাদের অধ্যায়।

প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে নতুন সব ফুটবলার উঠে এসে নিজেদের অবস্থান শক্ত করবেন এই ক্রীড়া জগতে। তেমনই এক নাম হতে পারেন লামিনে ইয়ামাল। স্পেনের এই তরুণ ফুটবলার খুব অল্প বয়সেই নিজের জাত চিনিয়েছেন। ১৭ বছর বয়সেই পেয়েছেন তারকা তকমা।

এমনকি খোদ রোনালদো মনে করেন এই প্রজন্মের একজন সেরা ফুটবলার হয়ে উঠতে পারেন ইয়ামাল। সম্প্রতি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এমন কথা বলেন তিনি। যা হয়তো অস্বীকার করতে পারবেন না কোনো ফুটবল বোদ্ধা। কেননা ইয়ামালের মধ্যে তেমন সকল গুণাবলী স্পষ্ট, যা তাকে সেরাদের কাতারে নিয়ে যেতে পারে।

এই তরুণ ফুটবলারকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমি তার মধ্যে অসংখ্য প্রতিভা দেখেছি। আমার মনে হয় না ভবিষ্যতে সে কোনো সমস্যায় পড়বে। আর আমি মনে করি, নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের একজন সেরা ফুটবলার হয়ে উঠবেন তিনি। ১৭ বছরের এই তরুণের জন্য উচ্চ প্রশংসা করছি।’

নিজের ইউটিউব চ্যানেলের সেই সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে আরও বলেন, ‘তার মধ্যে সেই (সেরা হওয়ার) পটেনশিয়াল আছে। তবে এর সাথে তার ভাগ্যেরও প্রয়োজন। কারণ এখনও সে একজন তরুণ।’ এই ভিডিওতে তিনি আরও একাধিক তারকা ফুটবলারের কথা বললেও, ইয়ামালকে এগিয়ে রাখছেন ভবিষ্যত বিবেচনায়। 

কিছুদিন আগেই স্পেনের হয়ে ইউরো শিরোপা জিতেছেন লামিনে ইয়ামাল। হয়েছিলেন সেই টুর্নামেন্টের উদীয়মান সেরা ফুটবলার। বর্তমানে বার্সেলোনার হয়ে খেলছেন লা লিগা। সেখানেও নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। ইয়ামাল নিজের বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে অবশ্যই পূরণ হতে পারে রোনালদোর বাণী।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে শুক্রবার ভারতের মুখোমুখি বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল