বৃহস্পতিবার শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের এই আসরে কারা সেমিফাইনালে খেলবে, এ নিয়ে অনেক কিংবদন্তি ক্রিকেটারই তাদের ভবিষ্যদ্বাণী দিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
তিনি বলেন, এই বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে ভারত নি:সন্দেহে ফেভারিট। এছাড়া আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণও। বিশ্বকাপ জেতার সক্ষমতা আমাদের আছে।
শচীনের দ্বিতীয় পছন্দ ওশেনিয়ান দেশ অস্ট্রেলিয়া। ভারতের মতো অজিদেরও সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে দেখছেন তিনি।
লিটল মাস্টার তার তৃতীয় ও চতুর্থ পছন্দে রেখেছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। তিনি বলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারেও অনেক শক্তিশালী দল। এই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা তাদের আছে। তাদের দলে বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন ক্রিকেটার এই বিশ্বকাপেও খেলছেন।
আর তার চতুর্থ পছন্দে আছে কিউইরা। গত তিন বিশ্বকাপে সেমিফাইনাল ও দুইবার ফাইনালে খেলা নিউজিল্যান্ডকে এবারেও সেমিফাইনালের ফেভারিট মানছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয়ী এই ওপেনার।
বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের আগে বিশ্বকাপের ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ শচীন টেন্ডুলকার।
এ সময়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন,’ এ এক অসাধারণ অনুভূতি। ১২ বছর আগে এই মাঠে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে উঠেছিলাম। সেবার আমরা ঘরের মাঠে চ্যাম্পিয়ন হই। ২০১১ সালের আগে কোনো স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। তারপরের দুই বারই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়। এবার স্বাগতিক দেশ হিসেবে আমরাও অনেক আশাবাদী।
আরও পড়ুন: বিশ্বকাপ ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমএস/এসএ