বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৭.২ ওভারেই অলআউট আফগানরা। এর মধ্যে সাকিব আর মিরাজ মিলে নিয়েছেন ছয়টি উইকেট। বাকি চারটি উইকেট নিয়েছেন পেসাররা। ১৫৬ রানেই গুটিয়ে গেছে রহমত শাহর দল। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ছাড়া আর কারো ব্যাটে তেমন রান আসেনি।
দেড়শ পেরোনো স্কোর গড়ার পথে ওপেনিং জুটির অবদানে কিছুটা উড়ছিল আফগানরা। কিন্তু তাদের ডানা ভেঙে দিয়ে ৪৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটান সাকিব আল হাসান। ইব্রাহিম জাদরানকে ফেরান ২২ রানের মাথায়। এরপর আফগানরা আবার ঘুরে দাঁড়ালে ৮২ রানের মাথায় রহমত শাহর উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি এনে দেন সাকিব আল হাসান।
২৫ তম ওভারে তৃতীয় উইকেটের পতন ঘটে। উইকেট মেইডেন নিয়ে আফগানদের চাপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। এরপরই শুরু হয় আফগানদের ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট পড়তেই থাকে। ৩৭.২ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া শরিফুল দুইটি এবং মোস্তাফিজ ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: টাইগারদের উদ্দীপ্ত করতে ধর্মশালার গ্যালারিতে মুশফিকের বাবা
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমটি/এজে