তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় ঢাকা পৌঁছেছে আফগানরা।
একইদিন সকালে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছে টিম হোটেলে উঠেছেন টাইগাররা। ইঞ্জুরির কারণের দলের বাইরে থাকলেও দলের সঙ্গেই রয়েছেন সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে মাঠে নামবে দুই দল। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে সিলেটে যাবে দুই দল। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ।
এরআগে প্রথম দফায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ দল। ওই দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকায় টাইগাদের জন্য জয়টা অনেক সহজ হয়েছিল।
আরও পড়ুন: ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৩/এসএ