Connect with us
ক্রিকেট

জরিমানার কবলে আফগান কোচ-ক্রিকেটার

আফগানিস্তান ক্রিকেট দল
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল (ছবি: গুগল)

বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেয়েছে আফগান ক্রিকেট টিম।

দলটির প্রধান কোচ জোনাথন ট্রট ও ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাইকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা উভয়েই আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানের অপরাধ করেছেন।

আজ সোমবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের বিরতির সময় আম্পায়ারদের সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ট্রট। ফলে জরিমানার কবলে পড়েছেন ট্রট। একই সাথে তার নামের পাশে যুক্ত হচ্ছে একটি ডিমেরিট পয়েন্ট।

অপর দিকে, ম্যাচ চলাকালে টাইগার ক্রিকেটার হৃদয়কে ইঙ্গিত করে অশোভন আচরণ করেছিল ওমরজাই। ফলে তাকেও জরিমানা করা হয়েছে এবং তার নামের সাথেও যুক্ত হচ্ছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত দুই বছরের মধ্যে এই প্রথম তাদের নামের পাশে কোনো ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেওয়া শাস্তি তারা দুজনেই মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। 

আরও পড়ুন: নারী ফুটবলারদের বোনাস দিলেন কাজী সালাউদ্দিন

(ক্রিফোস্পোর্টস/১৭জুলাই/এমএ)

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট