Connect with us
ক্রিকেট

আগামীকাল শুরু আফগান মিশন, অনুশীলনে ব্যস্ত শান্তরা

bangladesh practice
বাংলাদেশের অনুশীলন সেশন। ছবি- বিসিবি

দীর্ঘ প্রায় ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। গেল মার্চে শ্রীলঙ্কা সিরিজের পর কেবল টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে আটকে ছিল টাইগারদের সূচি। এবার লম্বা সময় পর আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক-প্রস্তুতি পর্ব শুরু করবে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। এর আগে দুই ধাপে ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছিল টাইগার ক্রিকেটাররা। গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন শান্ত-মুশফিকরা।

আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুতি পর্বর শুরু করতে আফগানিস্তান সিরিজ দেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এরপর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবে টিম টাইগাররা। এদিকে বাংলাদেশের প্রিয় ফরমেট ওয়ানডে হলেও শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান একদমই মানানসই নয়।

আরও পড়ুন: 

» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (৫ নভেম্বর ২৪)

» অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা

ওয়ানডে বিশ্বকাপসহ গেল ২০ ম্যাচে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে মাত্র ৬ ওয়ানডেতে। তবে আত্মবিশ্বাসের বিষয় হতে পারে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে তাদের ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এছাড়া ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের পরাজিত করে দারুন শুরু করেছিল বাংলাদেশ।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এরই মধ্যে তারা গতকাল থেকে শারজাহর মাঠে শুরু করেছেন অনুশীলন। যেখানে দলের সঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স, বোলিং কোচ আন্দ্রে আডামসহ ছিলেন বাকি স্টাফরাও।

পেস বোলিং কোচ আডামসের ক্লাসে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাসকিন, শরিফুল, মুস্তাফিজদের। এদিকে ভিসা জটিলতায় আটকে আছেন আরেক পেসার নাহিদ রানা। এছাড়া ব্যাটিং, ফিল্ডিং এবং স্পিন অ্যাটাকেও শান দিতে দেখা গেছে ক্রিকেটারদের। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট