Connect with us
ক্রিকেট

নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের লক্ষ্যে আফগানিস্তান

Afghanistan
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের রীতিমতো উড়ছে আফগানরা। একের পর এক দলকে পরাজিত করে নতুন নতুন ইতিহাস তৈরি করছে তারা। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতায় এবার চতুর্থ জয় পেল রশিদ-নবিরা। নেদারল্যান্ডসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে খেলার যোগ্য দাবিদার হিসেবে নাম লিখেছে তারা।

আজ শুক্রবার বিশ্বকাপের ৩৪তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় আফগানিস্তান। লাকনাউয়ের ভারত রত্ন স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ডাচরা।

ব্যাটিংয়ের শুরুটা তেমন ভালো হয়নি ডাচদের। প্রথম ওভারেই মুজিব উর রহমানের শিকার হয়ে সাজঘরে ফেরেন ডাচ ওপেনার ওয়েসলি বারেসি। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’দউদ ও কলিন অ্যাকারম্যান মিলে ৬৭ বলে ৭০ রানের জুটি গড়ে তোলেন।

এই জুটি দেখে খুব আগ্রাসী মনে হলেও ৭৩ রানের মাথায় ম্যাক্স আউট হয়ে গেলে থমকে যায় নেদারল্যান্ডসের রানের গতি। টানা চার রান আউটে মাটিতে লুটিয়ে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভার খেলে ১৭৯ রানেই গুটিয়ে যায় ডাচরা।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই জয় তুলে নেয় আফগানিস্তান। রহমত শাহ ও হাশমতুল্লাহ শাহিদির অর্ধশতকে ভর করে ১১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবি ৩ টি, নূর আহমেদ ২ টি ও মুজিব ১ টি উইকেট নেন। আর নেদারল্যান্ডসের হয়ে একটি করে উইকেট নেন ভ্যান ভিক, রলফ ভ্যান ডার ও জুলফিকার।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের এর পাঁচে উঠে এসেছে আফগানিস্তান। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪ টি জয় পেয়েছে তারা। আর বাকি দুইটি ম্যাচে ভালো করতে পারলে সেমিফাইনালে খেলার তুমুল সম্ভাবনা রয়েছে আফগানদের।

আরও পড়ুন: টাইগারদের ব্যর্থতায় পাশে তামিম

ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৩/এমটি

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট