Connect with us
ক্রিকেট

বোলিং পরামর্শক হিসেবে ব্রাভোকে নিয়োগ দিলো আফগানিস্তান

Afghanistan have apponted DJ Bravo as their bowling consultant
বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভো। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১২ দিন পরই শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে কেমন চমক দেখাবে আফগানিস্তান সেটা নিয়ে অনেকেই হয়ত সন্দিহান। তবে টুর্নামেন্ট শুরুর আগেই মাঠের বাইরে যেন চমকের পসরা সাজিয়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। এই যেমন অভিনব কায়দায় দল ঘোষণা ও জার্সি উন্মোচন করে আগেই সাড়া ফেলেছিল এসিবি।

বৈশ্বিক আসরের ঠিক ১২ দিন আগে এবার নতুন আরেকটি চমক দেখালো আফগানিস্তান। রশিদ-নবীদের বোলিং পরামর্শক হিসেবে তারা উইন্ডিজ কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে ব্রাভোর যোগদানের কথা রয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও বলেছে, ব্রাভো তার খেলার ধরন ও সবাইকে বিনোদন করতে পারার গুণের কারণে বিশ্বজুড়ে সমাদৃত ও সম্মানিত হন। চলতি মৌসুমের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক এই কিংবদন্তি অলরাউন্ডার।

পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্রাভোর নামের পাশে প্রায় সাত হাজার রান রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৬২৫ টি উইকেটেরও মালিক তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণে তার খেলা ম্যাচ সংখ্যা ২৯৫ টি। উইন্ডিজদের হয়ে এই তারকা অলরাউন্ডার দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও জিতেছেন।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। রশিদ খানদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। এবার দেখার পালা, স্বাগতিকদের ঘরের ছেলেকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া আফগানদের জন্য কতটা ফলপ্রসূ হয়।

আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা 

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এমএস/বিটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট