ওমানে চলমান ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ২০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আফগানরা।
শুক্রবার (অক্টোবর) আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট ২০৬ রান করেছে আফগানিস্তান। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৮৭ বলে ১৩৭ রান যোগ করেন জুবায়েদ আকবরি ও সেদিকুল্লাহ অটল। জুবায়েদ প্যাভিলিয়নে ফেরার আগে ৪১ বলে ৬৪ রান যোগ করেন। আরেক ওপেনার সেদিকুল্লাহ করেন ৮৩ রান। ৭ চার ও ৪ ছয়ের মারে এই বিধ্বংসী ইনিংসটি সাজান এই ওপেনার।
আরও পড়ুন:
» ছন্দে নেই কোহলি, ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ কুম্বলের
» শান্তকে এক ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে বাশার
এছাড়া করিম জানাতের ২০ বলে ৪১ ও মোহাম্মদ ইশাকের ১২ রানে ভর করে ২০৬ রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান। ভারতের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন রাশিখ সালাম।
জবাবে জড়ো শুরুর আভাস দিয়েও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তোলার গতি কমে যায় ভারতের। ওপেনার প্রভসিমরান সিংয়ের ব্যাট থেকে এসেছে ১৯ রান। আরেক ওপেনার অভিষেক শর্মা ৭ রান করে ফিরে গেছেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক তিলাক ভার্মা। ১৪ বলে ১৬ রানের ধীরগতির এক ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার।
মাঝে আয়ুশ বাদনি ৩১ ও নেহাল ওয়াধিরা যোগ করেন ২০ রান। তবে রিংকু সিং নামার পর রান তোলার গতি কিছুটা বেড়ে যায়। তবে শেষ পর্যন্ত খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ৩৪ বলে ৬৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন এই হার্ডহিটার ব্যাটার।
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন আল্লাহ মোহাম্মদ গজনফার ও আব্দুল রহমান। এছাড়া ১টি উইকেট নিয়েছেন শারাফুদ্দিন আশরাফ।
এদিনে দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগামী রবিবার (২৭ অক্টোবর) ফাইনালে দুই বারের চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে আফগানিস্তান।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/বিটি