Connect with us
ক্রিকেট

ভারতের সঙ্গে নতুন রেকর্ড গড়ল আফগানিস্তান

Afganistan vs india
আফগানিস্তান বনাম ভারত। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙা-গড়ার বিশ্বকাপে পরিণত হয়েছে। ভারতের অরুণ জেটলি স্টেডিয়াম আজ নতুন আরেকটি রেকর্ডের সাক্ষী হলো। ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে নিজেদের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল হাশমতউল্লাহ শাহিদীরা।

ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২৭২ রান। বিশ্বকাপে তো বটেই একদিনের ক্রিকেটে এটি ভারতের বিপক্ষে আফগানদের সর্বোচ্চ সংগ্রহ।

টসে জিতে ব্যাট করা আফগানিস্তান শুরুটা ভালো করলেও বুমরাহর বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ইব্রাহিম জাদরান।

দ্বিতীয় উইকেটেও রহমত-গুরবাজ জুটি সেট হওয়ার পরও তাদের জুটি লম্বা করতে পারেননি। হার্দিক পান্ডিয়াকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি সীমানায় ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন আফগান উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এরপর রহমতও দ্রুত আউট হয়ে যান। এরপরই উইকেটে এসে অধিনায়ক শাহিদীকে নিয়ে হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই।

দু’জনে মিলে ভালভাবেই ভারতীয় বোলারদের সামলাচ্ছিলেন, কিন্তু ৩৫ তম ওভারে এসে পান্ডিয়ার বলে ওমরজাই বোল্ড হয়ে গেলে আফগানিস্তানের আশা জাগানিয়া জুটিটি ভেঙ্গে যায়। ৬৯ বলে ৬২ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি।

এরপর অধিনায়ক শাহিদীও ৮৮ বলে ৮০ করে আউট হয়ে যান। সব শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের বিপক্ষে ২৭৩ রানের চ্যালেন্জিং লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান। এখন দেখার বিষয়, ভারতের মতো এমন দুর্দান্ত ব্যাটিং লাইন আপের জন্য এই সংগ্রহ পর্যাপ্ত কি না!

সবশেষ খবর অনুযায়ী, ৭ ওভার ১ বলে বিনা উইকেটে ৬৪ রান তুলেছে টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২৭২/৮ (৫০)
টার্গেট: ২৭৩ (৫০)

আরও পড়ুন: রিজওয়ান-শফিকের সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট