রেকর্ড রানের ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা আফগানিস্তান। দুই দল মিলে টি-টোয়েন্টিতে তুলেছে ৪১৫ রান। যা লঙ্কা-আফগান মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান। এই রেকর্ড রানের ম্যাচ জমিয়ে তুলে শেষ বলে এসে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর লঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ডাম্বুলায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ২০৯ রান করে আফগানিস্তান। ২১০ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা থামে ২০৬ রানে। শেষ টি-টোয়েন্টিতে ৩ রানে জিতে হোয়াইটওয়াশ এড়ালো নবী-জাদরানরা। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল। সফরের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেল তারা।
২১০ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো স্বাগতিকরা মাত্র ৬ ওভারে একটি উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছিল। কিন্তু ৩০ বলে ৬০ রানে ক্রিজে থাকা পাথুম নিসানকা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। এতে করে ম্যাচের খেই হারায় লঙ্কানরা। তবে শেষ দিকে আশা জোগান কামিন্দু। সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৩৩ বলে ৫৩ রানের পর দাসুন শানাকা ও আকিলা দনাঞ্জয়াকে নিয়ে খুব কাছেই চলে গিয়েছিলেন। কিন্তু শেষ দিকে আর পেরে ওঠেননি। শেষ বলে ১০ রান দরকার ছিল, ছক্কা হাঁকিয়েও কাজ হয়নি।
এর আগে শুরুতে ব্যাটিং করে র ৪৪ বলে ৮৮ রানের ওপেনিং জুটি গড়ে আফগানিস্তান বড় স্কোরের ভিত গড়ে দেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। ২২ বলে ৪৫ রানে ফেরেন জাজাই। ৪৩ বলে ৭০ রান করে আউট হন গুরবাজ। পরে আজমতউল্লাহ ও নবীর ২৬ বলে ৪১ রানের জুটিতে ইতিহাসে অষ্টমবারের মতো ২০০ রানের স্কোর তাতেই পায় আফগানিস্তান। এতেই ম্যাচ জমে ওঠে।
৪৩ বলে ৭০ রান করা গুরবাজ ম্যাচসেরা এবং তিন ম্যাচে ১০২ রান ও ৪টি উইকেট নেয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা সিরিজ সেরা নির্বাচিত হন। তিন ম্যাচের সিরিজ ২-১এ জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
আরও পড়ুন: মেয়াদ থাকা সত্ত্বেও মৌসুম শেষেই কোচকে বিদায় হতে বলেছে বায়ার্ন
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এজে