Connect with us
ক্রিকেট

রশিদবিহীন আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

India vs afghanistan
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ভারত। আফগানিস্তানের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মোহালিতে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার দল। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে আফগানিস্তান।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। প্রথম ওভারেই রান আউট হয়ে শূন্য রান করে প্যাভিলিয়নের পথ ধরেন দলপতি রোহিত শর্মা। দ্রুত রান তুলে প্রাথমিক বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করেন শুবমান গিল। তবে দলীয় ২৮ রানের মাথায় মুজিব উর রহমানের শিকার হওয়ার আগে ১২ বলে ২৩ রান করেন এই বিধ্বংসী ব্যাটার।

পরবর্তীতে তালিক ভার্মা ও শিভম দুবে মিলে ৩১ বলে ৪৪ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান। তবে দলীয় ৭২ রানের মাথায় ২৬ রান করে আউট হয়ে যান তালিক ভার্মা। এরপর জিতেস শর্মাকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। শেষদিকে রিংকু সিং ও দুবের ৪২ রানের জুটিতে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকে দুবে। আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ২ টি এবং আজমতুল্লাহ ওমরজাই ১ টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ধীরগতিতে রান তোলে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৮ম ওভারে দলীয় ৫০ রানের মাথায় উদ্বোধনী জুটি ভেঙে দেন আক্সার প্যাটেল। ২৮ বলে ২৩ রানের ধীরগতির ইনিংস খেলে ফিরে যান গুরবাজ। পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার জাদরান। চারে আসা রহমত শাহ দলীয় ৫৭ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন।

বিপত্তি সামলে দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। চতুর্থ উইকেটে ৪৪ বলে ৬৮ রানের দুর্দান্ত জুটি গড়েন এই দুই ব্যাটার। নবী ৪২ ও ওমরজাই ২৯ রান করে আউট হয়ে গেলে শেষদিকে নাজিবুল্লাহ জাদরানের ১১ বলে ১৯ রানের ক্যামিওতে ১৫৮ রানের লড়াকু পুজি পায় সফরকারীরা। ভারতের হয়ে মুখেশ কুমার ও আক্সার প্যাটেল ২ টি করে উইকেট নেন।

আরও পড়ুন: রোনালদোর কাছে অচেনা বিরাট কোহলি ! 

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট