গতকাল (রবিবার) ওমানের আল আমিরাতে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। এ ম্যাচে শ্রীলঙ্কাকে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে শিরোপা ঘরে তুলেছেন আফগানরা।
গোটা টুর্নামেন্ট জুড়ে সেদিকুল্লাহ অটলের পারফরম্যান্স ছিল অতুলনীয়। আসরের পাঁচটি ম্যাচেই ফিফটি পেয়েছেন এই ব্যাটার। ট্রফি নির্ধারণী ম্যাচেও পেয়েছেন ফিফটির দেখা। তার এই অনবদ্য পারফরমেন্সে প্রথমবারের মতো কোন শিরোপা জিতল আফগানিস্তান।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যান লঙ্কানরা। তবে পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে ধাক্কা সামলান পবন রত্নায়েকে এবং সাহান অরাচ্চিগে।
এরপর ব্যক্তিগত ২০ করে রান আউট হয়ে ফেরেন রত্নায়েকে। এতে আবারও কিছুটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে সাহান একাই খাদের কিনারা থেকে দলকে উঠানোর চেষ্টা করেন। যেখানে শ্রীলংকার ১০০ রান স্পর্শ করবে কি-না সন্দেহ ছিল সেখানে ১৩৩ রানে নিয়ে গেছেন সাহান। ৪৭ বলে ৬৪ রানের এক ঝকঝকে ইনিংস খেলেছেন এই ব্যাটার। ফলে আফগানিস্তানকে ১৩৪ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় শ্রীলঙ্কা।
বল হাতে আফগানিস্তানের হয়ে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন বিলাল সামি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন আল্লাহ গাজানফার।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে হোঁচট খায় আফগানিস্তান। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাহান অরাচ্চিগের শিকার হয়ে ফেরেন জোবাইদ আকবরী। আগের ৪ ম্যাচে চারটিতেই ফিফটি হাঁকানো সেদিকুল্লাহ লঙ্কান বোলারদের তুলোধোনা করে এ ম্যাচেও ফিফটি তুলে নেন। তার ৫৫ রানের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেটের জয় পেয়েছে আফগানরা।
আরও পড়ুন: সাফের ফাইনালে বাংলাদেশ-নেপাল, পরিসংখ্যানে কে এগিয়ে?
ক্রিফোস্পোর্টস/২৮ অক্টোবর ২৪/এইচআই