আফগান স্পিনার মুজিবের দ্রুততম অর্ধশতকের রেকর্ডের দিনে আফগানদের হোম সিরিজ হিসেবে অনুষ্ঠিত কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের কাছে ৫৯ রানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে আফগানিস্তান।
দলের হোয়াইট ওয়াশের দিনে মুজিব করেছেন দু’টি রেকর্ড! আফগানিস্তানের হয়ে দ্রুততম ফিফটি এখন মুজিবের দখলে। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে নবম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও করেছেন তিনি।
শাহীন আফ্রিদির বলে ফাইন লেগে বল ঠেলে দিয়ে মুজিব পা দিয়ে তাঁর নিজের স্টাম্পই ভেঙে দেন। হিট আউট হওয়ার আগে তিনি ৫টি করে ছক্কা ও চারের মাধ্যমে খেলেছেন ৩৭ বলে ৬৪ রানের এক ঝড়ো ইনিংস। তবে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা করতে পারেননি আফগানিস্তানকে।
এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৮ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানেই ৭ উইকেট হারায় আফগানরা। শহিদুল্লাহ কামালকে নিয়ে ৫৭ রানের ও ফরিদ আহমেদের সাথে ৪৫ রানের জুটি গড়ে মুজিব। তবে আফগানিস্তানের মনে আশা সঞ্চার করে ৬৪ রানে হিট আউট হয়ে যান মুজিব। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি আফগানিস্তান।
এই জয়ে ৩ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হলো আফগানিস্তান। একই সাথে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমে উঠে এসেছে পাকিস্তান। অর্থাৎ ওয়ানডে র্যাংকিংয়ে ১ নাম্বার দল হিসেবে এশিয়া কাপে খেলতে নামবে পাকিস্তান।
আরও পড়ুন : চুমু-কাণ্ড: স্পেনের ফুটবল প্রধানকে সাময়িক বরখাস্ত করলো ফিফা
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৩/এমএইচ