Connect with us
ফুটবল

আরবের মাটিতে আফিদাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ

BD football
আফিদা, রিপা, স্বপ্নার কী আজ জয়ের মুখ দেখতে পারবে?

সাফজয়ী নারীদের বিদ্রোহ শেষে, পিটার বাটলারের হাতে তৈরি হয়েছে নারীদের নতুন দল। সেই দলের নেতৃত্বে রয়েছেন আফেইদা। নতুন ওই দলের প্রথম এসাইনমেন্ট শুরু হয়েছে আরব আমিরাত সফরের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাতের নারী দল।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে আজ রাত দশটায়।

women football

পিটার বাটলারের হাতে তৈরি হয়েছে নারীদের নতুন দল

অভিজ্ঞ সাবিনা-সানজিদারা নেই। তুলনামুলক নতুনরাই বেশি পিটার বাটলারের দলে। প্রতিপক্ষ দলটিও শক্তি সামর্থ্যে এগিয়ে।



আরব আমিরাত সফরে প্রথম ম্যাচটি স্বাগতিকদের কাছে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে নিজেদের ভুল ত্রুটিগুলো নিয়ে কাজ করেছে আফিদা, রিপা, স্বপ্না রানীরা।

Afieda

আরব আমিরাতের মাটিতে অনুশীলনে গা গরম করছেন আফিদারা।

রক্ষণ ও আক্রমণের উন্তিসহ ম্যাচের কৌশলসহ সেট পিসে বেশি মনোযোগ দেয়া হয় অনুশীলনে। প্রথম ম্যাচে একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। ফিনিশিং দুর্বলতায় আর স্কোর গড়তে পারেনি নারী ফুটবলাররা।

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল