Connect with us
ক্রিকেট

যুক্তরাষ্ট্র সিরিজে খেলবেন আফিফ, তাসকিনের বিকল্প হাসান

Afif will play in USA series, Hasan will replace Taskin
বিশ্বকাপে মূল দলে না থাকলেও যুক্তরাষ্ট্র সিরিজ খেলবেন হাসান-আফিফ। ছবি- সংগৃহীত

আজ মঙ্গলবার (১৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে লিটন দাস-তানজিম সাকিবরা জায়গা করে নিলেও জায়গা হয়নি আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদের। তবে স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ডাক পেয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের খেলার কথা রয়েছে।

এই দু’জন ট্রাভেলিং রিজার্ভে জায়গা পেলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য। দলে ডাক পাননি তিনি।

অপরদিকে, শেষ সময়ে শঙ্কা থাকলেও ১৫ সদস্যের স্কোয়াডে ঠিকই ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে চোট পাওয়া গতি তারকা তাসকিন আহমেদ। অবশ্য সাইড স্ট্রেইনের চোটে পড়ায় বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলবেন না তিনি।

তাসকিনের অনুপস্থিতির সুযোগেই মূলত স্বাগতিকদের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে থাকা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে এই সিরিজে খেলানো হবে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তাসকিনের রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে না যুক্তরাষ্ট্রের বিপক্ষে সে খেলতে পারবে। তাই দলের সঙ্গে রিজার্ভ হিসেবে যারা থাকছে তাদেরকেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সুযোগটা দিতে চাই আমরা।’

স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি ২১ মে শুরু হয়ে ২৫ তারিখে শেষ হবে। দ্বিতীয় ম্যাচটি হবে ২৩ মে। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হওয়া প্রতিটি ম্যাচ হিউস্টনের প্রেইরি ভিউতে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এরপর আরও দু’টি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ (একটি ম্যাচের প্রতিপক্ষ ভারত) খেলে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

কেন বাদ পড়লেন সাইফউদ্দিন? ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
প্রিমিয়ার লিগে লজ্জার রেকর্ড গড়লেন মার্টিনেজ

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট