প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড। দুই ভাইয়ের তান্ডবে প্রোটিয়াদের ১০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ ড্র করলো আয়ারল্যান্ড।
কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে ম্যাচ এবং সিরিজও হারে আফ্রিকা। এবার আয়ারল্যান্ডের কাছে প্রথমবারের মত টি-টোয়েন্টি হারের স্বাদ গ্রহণ করলো আফ্রিকা।
গতকাল (রোববার) দক্ষিণ আফ্রিকার হতাশার রচনা শুরু করেন আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামা দুই ভাই রস এবং মার্ক আডায়ার। এক ভাই ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন তো অন্য জন বল হাতে সেরা পারফরম্যান্স করেন।
আরও পড়ুন: মুশফিক-লিটন-সাকিবের বিদায়, মুমিনুলের ব্যাটেই ভরসা
এই দিন টস হেরে আগে মাঠে নামে আয়ারল্যান্ড। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে রস আডায়ার ৫৮ বলে ১০০ রান করেন। তার এই অসাধারণ সেঞ্চুরি সাজানো ছিল ৫ টি চার ও ৯টি ছক্কার সাহায্যে। পল স্টার্লিং করেন ৩১ বলে ৫২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ৫১ রান দিয়ে করে ২টি উইকেট শিকার করেন উইয়ান মাল্ডার। লুঙ্গি এনগিদি ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
১৯৫ রানের বড় লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। শেষ ১২ বলে জেতার জন্য প্রয়োজন ছিল ২৩ রান। হাতে ছিল ৬ উইকেট। এমন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মার্ক আডায়ার। মাত্র ৫ দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষ ওভারে জেতার জন্য আফ্রিকার প্রয়োজন ছিল ১৮ রান। শেষ ওভারে গ্রাহাম হিউম ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ১০ রানে হারে প্রোটিয়ারা।
এই দিন দক্ষিণ আফ্রিকার হয়ে রেজা হেনড্রিক্স ৩২ বলে ৫২ রান করেন। ৪১ বলে ৫১ রান করেন ম্যাথিউ ব্রিৎজকে। আইরিশদের হয়ে ৪ উইকেট শিকার করেন মার্ক আডায়ার এবং ৩ উইকেট তুলেন গ্রাহাম হিউম। সিরিজের সেরা পুরস্কার পান রস আডায়ার।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এইচআই