Connect with us
ক্রিকেট

টস জিতল দ.আফ্রিকা, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, শিরোপা জিতবে কে?

Crifo Fiinal
মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, যে জিতবে তারই প্রথম শিরোপা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়নকে দেখবে ক্রিকেট বিশ্ব। আজ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাত আটটায় শুরু হয়েছে নবম আসরের ফাইনাল ম্যাচটি।

প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন প্রোটিয়া নারী দলের অধিনায়ক লরা উলভার্ডট। অন্যদিকে নিজেদের ইতিহাস গড়তে অপেক্ষা করছে সোফি ডিভাইনরাও।

মেয়েদের এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। গত বছর অষ্টম আসরে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে শিরোপা হারানো প্রোটিয়ারা এবার সেমিফাইনালে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নদের হারিয়ে মধুর প্রতিশোধ নেয়। নিউজিল্যান্ডেরও আসরে এটি তৃতীয় ফাইনাল। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তাদের ৮ রানে।


আরও পড়ুন :

» বাবরকে ফর্মে ফেরার পরামর্শ দিতে গিয়ে যা বললেন শেবাগ

» সাফের শুরুতেই ড্র, সেমির রেসে টিকে আছে বাংলাদেশ

» বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান, একাদশে এক পরিবর্তন


নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেল গেইজ (উইকেটরক্ষক), লিয়া তাহুহু, রোজম্যারি মায়ার, ইডেন কার্সন ও ফ্রান জোনাস।

দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভাডার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানিকি বশ, মারিজান্নে কাপ, ক্লোয়ি ট্রায়ন, সুনি লাস, অ্যানিরি ডেরেকসেন, নাদিনে ডি ক্লার্ক, সিনালো জাফতা, ননকুলুলেকো এমলাবাও আয়াবোনগা খাকা।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট