Connect with us
ফুটবল

আফ্রিকান কাপ অব নেশন্স—ফাইনাল কবে কখন?

african cup of nations fINAL
আফ্রিকান কাপ অব নেশন্স—ফাইনালে নাইজেরিয়া বনাম আইভরি কোস্ট। ছবি- সংগৃহীত

দেখতে-দেখতে আফ্রিকা মহাদেশের ফুটবল মহাযজ্ঞ ‘কাপ অব নেশন্স’-এর এবারের আসর ফাইনালে গড়িয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ফুটবল বসন্তের বাতাসে গা ভাসাতে প্রস্তুত নাইজেরিয়া।

প্রায় এক মাস ধরে চলা আফ্রিকান কাপ অব নেশন্সের ৩৪তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে আইভরি কোস্ট ও নাইজেরিয়া। ডি আর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে আইভরি কোস্ট সহজে চূড়ান্ত লড়াইয়ে নাম লেখালেও—এই পথটা সহজ ছিল না আফ্রিকান ঈগলসদের জন্য। বুধবার রাতে আইভরি কোস্টের পিচ স্টেডিয়াম অব বুয়াকেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডুবতে থাকা স্বপ্ন তীরে এসে জয় করে নাইজেরিয়া।

সেদিন রাতে স্বপ্ন ভঙ্গের শঙ্কা উড়িয়ে টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে আফ্রিকার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় ভিক্টর ওসিমহেনরা।

কাপ অব নেশন্স—ফাইনাল কবে কখন?

আগামী ১২ ফেব্রুয়ারি আইভরি কোস্টের জাতীয় স্টেডিয়াম আলাসানে আউত্তারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে আফ্রিকান কাপ অব নেশন্স—ফাইনাল। এর মধ্য দিয়েই পর্দা নামবে ৩৪তম আসরের। আফ্রিকান কাপ অব নেশন্সে এ পর্যন্ত দুবার করে শিরোপা ঘরে তুলেছে আইভরি কোস্ট ও নাইজেরিয়া। সর্বশেষ ২০১৩ সালের ট্রফি জেতে নাইজেরিয়া, এর পরের আসরেই ২০১৫ সালে আইভরি কোস্ট তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে। এবার দুদলের সামনেই তৃতীয় শিরোপার মঞ্চ প্রস্তুত।

african cup of nations

আফ্রিকান কাপ অব নেশন্স ট্রফি। ছবি- সংগৃহীত

এদিকে আগামী ১১ ফেব্রুয়ারি নেশন্স কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কঙ্গো। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।

আরও পড়ুন: 

» আফ্রিকান কাপ অব নেশন্স এ এবারের আসরে প্রাইজমানি কত?

» ‘আফ্রিকার বিশ্বকাপ’-এ সবচেয়ে বেশি শিরোপা যাদের

» আফ্রিকায় বইছে ফুটবলের বসন্ত বাতাস

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল