চলতি বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠেছে নাপোলির নাইজেরিয়ান সেনসেশন ভিক্টর ওসিমেনের মাথায়। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলারের রাজত্ব নিজেদের দখলেই রেখেছিলেন মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে। অবশেষে এবার নতুন কোনো রাজাকে দেখতে পেলো আফ্রিকার ফুটবল ভক্তরা।
গতকাল (সোমবার) আফ্রিকার দেশ মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশনের (সিএএফ) আয়োজিত অনুষ্ঠানে আফ্রিকার বর্ষসেরা হিসেবে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজির মরোক্কান রাইট ব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুলের মিসরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহকে।
আফ্রিকার সেরা ফুটবলার হতে পেরে ওসিমেন জানান, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমাকে সমর্থন করার জন্য নাইজেরিয়ানদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে উৎসাহ দেয়ার জন্য, আমার পাশে থাকার জন্য এবং ভুল-ত্রুটি থাকার পরেও আমাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দানের জন্য আফ্রিকাকেও ধন্যবাদ জানাচ্ছি।’
গত বছর নাপোলির বহু আকাঙ্ক্ষিত স্কুডেটো (লিগ শিরোপা) জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ভিক্টর ওসিমেন। ৩৩ বছর পর নাপোলির হয়ে লিগ জয়ের প্রতিযোগিতায় ওসিমেনের গোল ছিল ২৬ টি এবং এসিস্ট ছিল ৫ টি। চলতি মৌসুমেও নাপোলির হয়ে সেরি-আ’তে ১১ ম্যাচে ওসিমেন গোল করেছেন ৬ টি এবং এসিস্ট ১ টি।
এদিকে আফ্রিকার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন সৌদি প্রো লিগের দল আল হিলালের মরোক্কান গোলকিপার ইয়াসিন বুনো। সেরা কোচ হয়েছেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই এবং সেরা জাতীয় দলের পুরস্কার গেছে মরক্কোর কাছে।
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে লঙ্কানদের প্রস্তুতি মঞ্চ?
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমএস/এমটি