বিশ্বকাপে সাকিব আল হাসান প্রথম খেলতে নামেন ২০০৭ সালে ভারতের বিপক্ষে। সেই যে শুরু, এরপর বাংলাদেশের হয়ে প্রতিটি বিশ্বকাপের ম্যাচেই খেলেছেন সাকিব।
আজ দীর্ঘ ১৬ বছর পর সাকিবকে ছাড়াই বিশ্বকাপে খেলতে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া ঊরুর চোটের কারণে আজ খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের।
২০০৭ সালে সাকিব আল হাসান ছাড়াও আরও দুই তরুণ নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে মাঠে নামেন। তারা হলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বাঘা বাঘা সব ক্রিকেটারে ভরা ভারতকে সেবার হারিয়েই দিয়েছিল সাকিব-মুশফিকরা। আজ বিশ্বকাপে আবারও সেই ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। তবে আজ একাদশে সাকিব না থাকলে সেদিনের ম্যাচে খেলা মুশফিক-মাহমুদুল্লাহ ঠিকই খেলছেন। আজ তারা আবারও ভারতকে হারাতে পারে কি না সেটাই দেখার বিষয়।
২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে সাকিব আল হাসান যেন দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন। বিভিন্ন কারণে মাঝে মধ্যে অনুপস্থিত থাকলেও বিশ্বকাপে সাকিব ছিলেন নিয়মিত মুখ। ২০১১ বিশ্বকাপে সাকিব ছিলেন বাংলাদেশের অধিনায়ক। আর ২০১৯ বিশ্বকাপে তো তিনি নিজেকেই ছাড়িয়ে গেছেন।
সে আসরে বিশ্বকাপেরই অন্যতম সেরা পারফর্মার ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিগত পাঁচ বছরে সাকিবকে ছাড়া বাংলাদেশ মোট ২৫টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে জিতেছে ১২টি ম্যাচে, হেরেছে ১৩টি। আর সাকিব খেলেছে এমন ম্যাচে টাইগারদের জয় ৩০ টি, হার ১৯ টি যেখানে জয়ের হার ৬১ শতাংশেরও বেশি।
গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুর মাংসপেশিতে চোট পান টাইগার ক্যাপ্টেন। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে দোলাচল থাকলেও শেষমেশ আজ আর খেলছেন না সাকিব।
আরও পড়ুন: টানা চার জয়ে বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমএস/এসএ