Connect with us
ক্রিকেট

সাকিব-তামিম-মুশফিক ছাড়াই ১৮ বছর পর মাঠে নামলো বাংলাদেশ

tamim, sakib and Mushfiq
তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাস চর্চা করতে গেলে প্রথমের সারিতে দেখা মিলবে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের অনন্য কীর্তি। বাংলাদেশ ক্রিকেটকে সোনালি মুহূর্ত উপহার দিয়েছেন এই তিন জন। দীর্ঘ ১৮ বছর পর ইতিহাস গড়া এ তিন জনকে ছাড়াই ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ।

সাকিব, তামিম এবং মুশফিকের অভিষেক হওয়ার পর থেকে ওয়ানডে ম্যাচে এদের ৩ জনের কেউ না কেউ ছিলেন এই পর্যন্ত। তবে বাংলাদেশের টানা ৩১০টি ওয়ানডে ম্যাচে এবং সময়ের হিসাবে ১৮ বছরেরও বেশি সময় পর এই তিনজনকে ছাড়া আজই প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল।

২০০৬ সালে ৪ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজের পঞ্চম ম্যাচে হারারেতে সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেক হয় একসঙ্গে। সেই থেকে আজ শারজায় এ ৩ জনকে ছাড়াই ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তামিমের ওয়ানডে অভিষেক হয়েছিল। তামিমের অভিষেকের পর বাংলাদেশের এই সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত যে ৩১০টি ম্যাচ খেলেছে, এর মধ্যে ১৮০টিতে তামিম, সাকিব ও মুশফিক একসঙ্গে খেলেছেন।

তামিম আগে থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত নেই। কিছু সমস্যার কারণে আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে সাকিবও নেই। তবে এই সিরিজে প্রথম ম্যাচে মুশফিক ছিলেন। প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় হাতের আঙুল ভেঙে যাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন: বাফুফে থেকে দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী ফুটবলাররা

ক্রিফোস্পোর্টস/৯ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট