ইতালির অপেক্ষায়টা ছিল দীর্ঘ। প্রথম বার তারা ডেভিস কাপ জিতেছিল ১৯৭৬ সালে। তারপর কেটে গেছে প্রায় ৪৭ বছর। তবে সেই অপেক্ষার প্রহর কাটল এবার। চলতি ডেভিস কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইতালি।
রোববার (২৬ নভেম্বর) স্পেনের মালাগায় অনুষ্ঠিত হয় ডেভিস কাপের ফাইনাল। ম্যাচের শুরুতে মাত্তেও আর্নাল্ডির হাত ধরে লিড পায় ইতালি। প্রথম এককে অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনের বিপক্ষে ৭–৫,২–৬, ৬–৪ গেমে জয়ী হন আর্নাল্ডি। অস্ট্রেলিয়ার হাতে সুযোগ ছিল দ্বিতীয় এককে ঘুরে দাঁড়ানোর।
তবে দ্বিতীয় এককের লড়াইয়ে প্রতিরোধ গড়তে পারেননি অস্ট্রেলিয়ার টেনিস তারকা অ্যালেক্স ডি মিনাউর। ইতালিয়ান তারকা জনিক সিনারের কাছে পরাজিত হন ৬–৩,৬–০ সেটে। এতে করে ২৯তম বারের মত এই আসরের শিরোপা উচিয়ে ধরা হলো না অস্ট্রেলিয়ার।
দলকে চ্যাম্পিয়ন করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিনার বলেন, ‘এটি আমাদের জন্য অসাধারণ একটি অনুভূতির। আমরা সবাই ভীষণ খুশি।’ এর আগে সেমিফাইনালে এক দিনেই নোভাক জোকোভিচের বিপক্ষে দুই ম্যাচ জিতেন তিনি। দলকে ফাইনালে উঠাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সিনার।
এর আগে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে চারবার ডেভিস কাপের ফাইনাল খেলেছে ইতালি। তবে প্রতিবারই ফিরতে হয়েছিল খালি হাতে। তবে এবার সেই হতাশা ভুলে নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার গল্প লিখল তারা।
আরও পড়ুন: ব্রাজিলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন হোসে মরিনহো
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এসএফ/এমটি