ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে পাঁচ বছর পর মৌসুম শুরুর কমিউনিটি শিল্ড জিতেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েম্বলিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো। পরে টাইব্রেকারে ম্যানইউকে হারায় সিটি। ২০১৯ সালে শেষবার এই শিরোপা জিতেছিলো পেপ গার্দিওলার দল।
২০১১ সালের পর প্রথমবার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হয় দুই সিটি রাইভ্যাল। আগের দেখায় ইউনাইটেড ৩-২ গোলে জিতেছিল। ২১ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা এবার নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায়। ৮৯তম মিনিটে বার্নার্ডো সিলভা সিটিজেনদের সমতায় ফেরান।
আরও পড়ুন:
» বিশ্বকাপ আয়োজনের জটিলতা দূর করতে কাজ শুরু করেছেন আসিফ
» মেলবোর্নকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি
টাইব্রেকারে ম্যানসিটির শুরু হয় হতাশার। ব্রুনো ফের্নান্দেস প্রথম শটে ম্যানইউকে এগিয়ে দেন। তাদের গোলকিপার ওনানা রুখে দেন বার্নার্ডো সিলভাকে। কেভিন ডি ব্রুইনা সিটির হয়ে ব্যবধান কমান। গারনাচো তৃতীয় শটে লক্ষ্যভেদ করেন, আর্লিং হাল্যান্ডও গোল করেন। চতুর্থ শটে জ্যাডন সানচোকে রুখে দেন সিটি কিপার এডারসন।
এরপর সাভিনহো, কাসেমিরো, এডারসন, ম্যাকটিমোনি, নুনেস, মার্টিনেজ ও দিয়াজ শুটআউটে সফল হন। ম্যানইউর জনি ইভান্স সপ্তম শট গোলবারের ওপর দিয়ে মারেন। সেটাই গড়ে দেয় পার্থক্য। ৭-৬ ব্যবধানে জয় নিয়ে সপ্তমবার কমিউনিট শিল্ড হাতে নেয় গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এজে