Connect with us
ফুটবল

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকার, ম্যানসিটিকে বিদায় করে সেমিতে রিয়াল

real madrid vs mancity
রেকর্ড ১৭তম বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ

গত বছর যে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছিল, এবার সেই ম্যানসিটিকে বিদায় করে সেমিফাইনালে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগেই চরম উত্তেজনায় ঠাসা ছিল। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হওয়ার পর গত রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয়। দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতার পর টাইব্রেকারে রিয়াল ৪-৩ ব্যবধানে জয়ী হয়।

শেষ আট থেকেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা। এ নিয়ে রেকর্ড ১৭তম বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। এবারের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

বার্নাব্যুর মাঠের প্রথম লেগের ৩-৩ সমতার স্কোরলাইন ইতিহাদে খেলা শুরুর ১২ মিনিটেই রিয়ালকে ৪-৩ গোলে এগিয়ে দেন রদ্রিগো। ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন প্রথমে ঠেকিয়ে দেন রদ্রিগোর শট। হাতে লেগে বল ফিরে এলে] আবার শট নিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। গোল খেয়ে আক্রমণ বাড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি। দলের প্রাণ ভোমরা আর্লিং হালান্ড তেমন ভূমিকা রাখতে পারেননি। কিন্তু কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশরা বারবার আক্রমণ করেছেন।।

প্রথম গোলের পর রিয়ালের ফুটবলারদের উল্লাস। ছবি- বিবিসি

প্রথম গোলের পর রিয়ালের ফুটবলারদের উল্লাস। ছবি- বিবিসি

ম্যাচের ৭৬ মিনিটে সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনা। ম্যাচের স্কোরলাইন ৪-৪ হয়। রেজাল্টের জন্য অতিরিক্ত সময়ের আশ্যয় নেন রেফারি। সেখানেও আধা ঘণ্টা পেরিয়ে যায় রক্ষণ আর আক্রমণে। ১০৫ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন রুডিগার। কিন্তু বক্সের ভেতর নেওয়া শট বারের ওপর দিয়ে উড়িয়ে মারলে গোলবঞ্চিত হন। তবে শেষ পর্যন্ত রুডিগারের শটেই টাইব্রেকারে সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

এ রাতের টাইব্রেকারেই রিয়ালের ইউক্রেনিয়ান গোলকিপার আন্দ্রে লুনিন ঠেকিয়েছেন বার্নার্ডো সিলভা ও মাতেও কোভাচিচের শট। আর ম্যানসিটির গোলরক্ষক এডারসন ঠেকিয়েছেন শুধু লুকা মদরিচের শট।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে সেমির স্বপ্নভঙ্গ বার্সার, জাভির কাঠগড়ায় রেফারি

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল