Connect with us
ক্রিকেট

দেড় সপ্তাহ পর ফাইনালে হারের কারণ নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

বিশ্বকাপে অনেকটা তীরে এসে তরী ডুবেছিল ভারতের। পুরো টুর্নামেন্টে অপরাজেয় ভারত ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার কারণে হয়েছে তীব্র সমালোচনা। বিশ্বকাপ হারের ১১ দিন পর এনিয়ে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। কোচ ও অধিনায়ক ফাইনালে ভরাডুবির জন্য আহমেদাবাদের উইকেটকে দায়ী করেছেন।

গোটা আসর জুড়ে দুর্দান্তভাবে উড়ছিল ভারত। তবে খেই হারায় ফাইনাল ম্যাচে এসে। অনেকটা অসহায় আত্মসমর্পণ করে ভারত। শিরোপার এতো কাছে গিয়েও ব্যর্থতার জন্য ব্যপক সমালোচনার মুখে পরতে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

তবে এর আগে বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়েও হয়েছে অনেক সমালোচনা। যার মাঝে আয়োজকদের বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ। ব্রিটিশ গণমাধ্যম দাবী করেছিল সুবিধা নিতে ভারত সেমিফাইনালে উইকেট বদল করে খেলেছে। অবশেষে সেই উইকেটই হলো ভারতের হারের কারণ।

বিশ্বকাপ ব্যর্থতার কারণ জানতে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাথে বৈঠক করেন বিসিসিআই কর্তারা। সে সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ হিসেবে আহমেদাবাদের উইকেটকে দায়ী করেন দ্রাবিড়। উইকেটে থেকে যেমন টার্ন আশা করেছিল তারা, তেমন না পাওয়ায় অজিদের বিপক্ষে হারতে হয় রোহিত শর্মার দলকে। এর আগে একই উইকেটে খেলে গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে সহজেই ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। কিন্তু একই উইকেটে অস্ট্রেলিয়ার সাথে হারায় শুরু হয় সমালোচনা। ফাইনাল নিজেদের ব্যর্থতার কারণ হিসেবে দুটি কারণের কথা তুলে ধরেন দ্রাবিড়।

তিনি জানান, ‘ফাইনাল হারের দুটি কারণ চিহ্নিত করেছি। যার একটি অতিরিক্ত স্লো পিচ। অন্যটি অস্ট্রেলিয়ান বোলারদের নৈপূণ্য। লোকাল কিউরেটরের পরামর্শে ব্যবহৃত পিচে ফাইনাল ম্যাচ হয়েছে। স্পিনারদের সাহায্য করার জন্য পিচে কম পানি দেয়া হয়েছিলো। যা হিতে বিপরীত হয়। বেশি টার্ন নেওয়ার পরিবর্তে, প্রথম ইনিংসে বেশ স্লো ছিল উইকেট। টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয়ায় তারা সাহায্য পেয়েছে।’

আরও পড়ুন: চাপে পড়েই সালমান বাটকে প্রত্যাহার করল পিসিবি

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট