চলতি মাসে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন ক্লাবে অভিষেক ম্যাচের আগেই রোনালদো মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পেদের দল পিএসজির বিপক্ষে। রোনালদো সৌদি অল-স্টার একাদশের নেতৃত্ব দেবেন।
এদিকে ২০২০ সালের ডিসেম্বরের পর ফের মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। তাই এ ম্যাচটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে দুই তারকার সমর্থকদের মাঝে। এবারের লড়াইটি হচ্ছে মরুর দেশ সৌদি আরবে। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে।
সৌদির সেরা দুই ক্লাব আল হিলাল ও আল নাসর সমন্বয়ে গড়া সৌদি অল-স্টার একাদশের জার্সিতে খেলবেন রোনালদো। তিনি ছাড়াও দলে রয়েছে ২২ জন ফুটবলার। তার মধ্যে ১৪ জন ফুটবলারই সৌদি আরবের আর বাকি ৮ জন ফুটবলার রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, পেরু ও মালে থেকে।
তারকা ভরা ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টস চ্যানেলে। এছাড়া পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক ও ইউটিউবে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে। একইসঙ্গে আমেরিকার ফুবো টিভি লাইভ স্ট্রিম করবে।
সৌদি অল-স্টার দল :
আমিন বুখারী, মোহাম্মদ আল ওয়াইজ (গোলরক্ষক)।
ডিফেন্ডার : সৌদ আবদুল হামিদ, আলি আল বুলাইহি, জাং হিউং সু, খলিফা আল দৌসারী, আলি লাজামি, আল আমেরি, আব্দুল্লাহ মাদু, সুলতান আল গান্নাম
মিডফিল্ডার : আব্দুল্লাহ ওতায়েফ, মোহাম্মদ কান্নো, আন্দ্রে ক্যারিলো, ম্যাথুইজ পেরেরা, লুইজ গুস্তাবো, আব্দুল্লাহ আল খারবারি, সামি আল নাজি, তালিসকা, পিটি মার্টিনেজ, সালেম আল দৌসারী
ফরোয়ার্ড : ক্রিশ্চিয়ানো রোনালদো, মৌসা মারেগা
আরও পড়ুন: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সুপার সিক্সে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি/এসএ