ক্রিকেটে বেশ সুনামের সাথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। কিন্তু ফুটবলে বেশ কবছর ধরে বেশ জর্জরিত দেশটি। এমনকি ফিফার থেকে নিষেধাজ্ঞাও পেয়েছিল সিকান্দার রাজাদের ফুটবল দল। দেড় বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের ড্রয়ের ঠিক আগে বড় স্বস্তি ফিরল জিম্বাবুয়ের ফুটবলে। শর্তসাপেক্ষে গত দেড় বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এর ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে জিম্বাবুয়ে অংশ নিতে পারবে।
ফুটবল অ্যাসোসিয়েশনে সরকারের হস্তক্ষেপের জেরে গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করেছিল ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলির ফেডারেশনে কোনো রকম সরকারি হস্তক্ষেপ থাকা চলবে না। এটা না মানায় নিষিদ্ধ হয় জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে অংশ নেবে জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞার কারণে ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে জিম্বাবুয়ের খেলা হয়নি।
আরও পড়ুন: ১৮ বছরেই বার্সেলোনায় আসছেন ব্রাজিলের নতুন তারকা
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৩/এজে