কলম্বিয়ার কাছে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচের রেশ না কাটতেই লাতিন আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিলও পেল পরাজয়ের স্বাদ। তাও প্যারাগুয়ের মতো দলের কাছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে, এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে হারলো সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে দাপটের সঙ্গে খেলেছিল প্যারাগুয়ে। ব্রাজিলের ফরোয়ার্ডরা বার বার চেষ্টা করেও স্বাগতিকদের জালে বল জড়াতে পারেনি। উল্টো ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে ইন্টার ডিয়েগো গোমেজের গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। সেলেসাওদের রক্ষণভাগের দূর্বল ক্লিয়ারেন্সের সুযোগে দূরপাল্লার শটে লিড নেয় স্বাগতিকরা।
আরও পড়ুন :
» ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টিসহ আজকের খেলা (১১ সেপ্টেম্বর ২৪)
» ভারতের গ্রেটার নয়ডায় ‘না’ খেলার সিদ্ধান্ত আফগানদের
দ্বিতীয়ার্ধে বার বার চেষ্টা চালিয়েও সফলতার মুখ দেখেনি ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক আর রদ্রিগোরা। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/এসএম