Connect with us
ক্রিকেট

ঢাকায় নেমেই মিরপুরে শান্তদের সঙ্গে দেখা করতে এলেন নতুন কোচ

Liton das with coach
লিটন কুমার দাস ও নতুন হেড কোচ ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহেকে গতকালই শোকজ ও বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ফিল সিমন্সকে। ১৮ ঘন্টার ব্যবধানে আজ (বুধবার) ঢাকায় পা রেখেছেন সিমন্স। ঢাকায় পা রেখেই চলে গেছেন মিরপুরে। সাক্ষাৎ করেছেন ব্যাটিং কোচ আন্দ্রে এডামস, বোলিং কোচ ডেভিড হেম্পসহ বাকি কোচিং স্টাফের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে এদিন মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। কোচদের সঙ্গে আলাপ শেষে নয়া হেড কোচ কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসন শান্তর সঙ্গে। অধিনায়কের সাথে আলোচনা শেষে এদিন তরুণ পেসার নাহিদ রানার সাথেও কথা বলেন সিমন্স। এরপর মিরপুরের সেন্টার উইকেটে যান ব্যাটারদের ব্যাটিং অনুশীলন দেখতে। এসময় সিমন্সের সঙ্গে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার।

সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিনি যখন বাংলাদেশে এসেছেন প্রায় একই সময়ে বাংলার মাটিতে পা রেখেছেন প্রোটিয়ারা। এজন্য ঢাকায় নেমে আর দম ফেলানোর সুযোগ নাই সিমন্সের। আগামী ২১ তারিখ থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

সিমন্সের কোচিং ক্যারিয়ার শুরু ২০০৪ সালে। সেইবার ২০০৪-২০০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীকালে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচের ভূমিকায়ও ছিলেন তিনি। এমনকি নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু দফায় দায়িত্ব পালন করেছেন। তাঁর অধীনেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে পাপুয়া নিউগিনির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সিমন্স।

আরো পড়ুন : বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসছেন সাকিব!

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৪/এসআর

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট