Connect with us
ক্রিকেট

নেপালকে হারিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন মুস্তাফিজ

After defeating Nepal, Mustafiz wished the fans Eid
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আজ বাংলাদেশে উদ্‌যাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। উৎসবের এই দিনে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালকে হারিয়ে সুপার এইটে উত্তীর্ণ হয়েছে টাইগাররা। এতে দেশের ক্রিকেট সমর্থকরা আনন্দে মেতেছে।

বাংলাদেশের এই জয়ে বল হাতে অসামান্য অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান। চার ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। গুরুত্বপূর্ণ এই জয়ের পর বাংলাদেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেপালের বিপক্ষে উইকেট উদ্‌যাপনের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, ‘ঈদ মোবারক বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আরো একটি জয় এবং আমরা সুপার এইটে।’

আরও পড়ুন:

» নেপালের বিপক্ষে ম্যাচসেরা বোলিংয়ে যত রেকর্ড সাকিবের

» সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচগুলো কখন? 

এর আগে প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে নেপালকে ৮৫ রানেই আটকে দেয় টাইগার বোলাররা। ২১ রানের জয় নিয়ে টুর্নামেন্টের শেষ দল হিসেবে সেরা আটের টিকিট কেটেছে শান্ত-বাহিনী।

সেন্ট ভিনসেন্টে একদিন আগেই ঈদ উদ্‌যাপন করেছে টাইগাররা। আরেকটি ফেসবুক পোস্টে সেখানে ঈদ উদ্‌যাপনের একটি ছবি শেয়ার করে মুস্তাফিজ ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলের কুরবানি ও দোয়া কবুল করুন।’

আগামী ২১ জুন থেকে শুরু হবে বাংলাদেশের সুপার এইট মিশন। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২২ জুন ভারত ও ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট