Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আরব আমিরাত, লড়বে বাংলাদেশের সঙ্গে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত। ছবি- সংগৃহীত

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক আরব আমিরাত। এই ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকেরা।

আজ শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। অবশ্য ২০০ পেরোনোর আগেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। ৪৭.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রানের পুজি পায় আরব আমিরাতের যুবারা।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আয়ান আফজাল খান। এছাড়া আরিয়নশ শর্মা ৪৬ এবং ইথান ডিসৌজা ৩৭ রান করেন। বোলিংয়ে পাকিস্তানের উবেইদ শাহ সর্বোচ্চ ৪ টি এবং আলি আসফান্দ এবং আরাফাত মিনহাস ২ টি করে উইকেট নেন।

১৯৩ রানের জবাবে ব্যাট করতে নামলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই পাকিস্তানকে আটকে দেয় আরব আমিরাতের বোলররা। ৪৯.৩ ওভার খেলে ১৮২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ১১ রানে জয় পায় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে সাদ বাইগ ৫০ এবং আজান আওয়াইস ৪১ রান করেন। আরব আমিরাতের হয়ে ২ টি করে উইকেট নেন আয়মান আহমেদ এবং হার্দিক পাই।

এর আগে সেমিফাইনালের আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। আগামী ১৭ ডিসেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে আরব আমিরাত।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট