
বাংলাদেশের ফুটবলে আসছে সুদিন। হামজা চৌধুরীর দেখানো পথ ধরে সোনার বাংলায় আসতে শুরু করেছেন এক ঝাঁক প্রবাসী ফুটবলার। সেই ধারাবাহিকতায় এবার যোগ দিয়েছেন আরও দুজন। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের ক্যাম্পে যোগ দিয়েছেন দুই ফুটবলার।
আগামী ৯ ও ১৮ মে ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট উপলক্ষে ইংল্যান্ড থেকে এলমান মতিন ও ইতালি থেকে আব্দুল কাদের বাংলাদেশে এসেছেন। ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলেন কাদের আর এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন।
বৃহস্পতিবার ধানমন্ডি ক্লাবে অনুশীলন করেছেন বাংলাদেশি বংশদ্ভূত এই দুই প্রবাসী ফুটবলার। অনুশীলনের পর দুপুরে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।
আরও পড়ুন
» নারী ক্রিকেটে পিছিয়ে থাকার কারণ জানালেন জ্যোতি
» কোপা দেল রে’র ফাইনালে বার্সা-রিয়াল, ম্যাচ কবে?
সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারের তালিকা করেছে। দুই প্রবাসী ফুটবলারও রয়েছেন এই তালিকায়। জানা গেছে, দুই ফুটবলারের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে ফেডারেশনের কোচদের। ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়াই পাওয়ার কথা।
বাফুফে একাডেমি দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ খেলছে। এই দলের অনেকে সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাবেন। এছাড়া বিকেএসপির বেশ কয়েকজন ফুটবলার নিয়েই মূলত সাফ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে। বয়সভিত্তিক দলের ক্যাম্প এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন বয়সভিত্তিক দলের দায়িত্ব নিতে পারেন।
২০১৩ সালে জামাল ভুইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন।
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৫/এজে
