ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের অগ্নিঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৯৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। ছোট লক্ষ্য তাড়ায় অধিনায়ক শান্তর ফিফটিতে ভর করে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
এদিন টাইগার পেস বোলিং ইউনিট রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে কিউইদের ব্যাটিং লাইনআপ। ইনিংসে গোটা ১০ উইকেট তুলে নিয়েছেন চার পেসার মিলে। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার নিয়েছেন তিনটি করে উইকেট। ইনিংসের শেষ পেরেক ঠুকে দেন মুস্তাফিজুর রহমান।
এদিন ৭ ওভারে কেবল ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন তানজিম সাকিব। ম্যাচসেরার পুরস্কার পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব, ‘বোলিং উপভোগ করেছি। যেভাবে শুরু করেছি, ভালো লেগেছে। উইকেট ধরে ধরে বোলিং করতে চেয়েছি, লাইন ও লেংথ ঠিক রেখে ভালো বোলিংয়ের চেষ্টা করেছি।’
দুর্দান্ত বোলিং প্রদর্শনের পর টাইগার ব্যাটারদের হাত ধরে জয় দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গেল দুই ম্যাচে ঠিকমতো রান পাননি তিনি। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন রান না পাওয়া নিয়ে চিন্তিত তিনি। দলের জন্য ইম্প্যাক্টফুল কিছু করার চেষ্টা করবেন তিনি।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে এমন দুর্দান্ত জয়ের পর গোটা দল উজ্জীবিত হবে বলে আশা করেন তিনি। ম্যাচ শেষে শান্ত বলেছেন, ‘এ ম্যাচে যেভাবে ছেলেরা খেলেছে আমরা তাতে গর্বিত। সিরিজ শুরুর আগে বলেছিলাম, সিরিজ জিততে চাই। সেটি হয়নি, তবে শেষ ম্যাচ জিতে ভালো লাগছে। এ ম্যাচ আমাদের পরবর্তীতে আত্মবিশ্বাস দেবে অনেক।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এসএফ/এজে