সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ মানেই যেন দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই, যে লড়াই খেলার চাইতে আরও বেশি কিছু। এর উৎপত্তি হয়েছিল কয়েক বছর আগে নিদাহাস ট্রফির ম্যাচ থেকে। এরপর থেকেই দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসির বৈশ্বিক আসর, এই দু’দলের ম্যাচের উত্তাপ ক্রিকেট ভক্তদের মাঝে ভিন্ন মাত্রার রূপ নেয়।
বলতে গেলে দা-কুমড়া সম্পর্কে পরিণত হওয়া দুই দলের দুই তারকা ফাস্ট বোলার এবারের আইপিএলে একই দলের হয়ে খেলছেন। একজন শ্রীলঙ্কার ডান হাতি পেসার মাথিশা পাথিরানা, অপরজন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজেদের মধ্যে সম্পর্ক কেমন সেটা নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলেছেন পাথিরানা।
গেল আসরেও চেন্নাইয়ের হয়ে আলো ছড়িয়েছেন এই শ্রীলঙ্কান। ধোনির শিরোপাজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অপরদিকে সবশেষ নিলামে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছিল সিএসকে। যদিও মুস্তাফিজের দলে ঠিক মত সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিল। কিন্তু আসরের শুরুতে ইনজুরির কারণে পাথিরানা দলের বাইরে থাকায় কপাল খুলে যায় ফিজের।
প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন টাইগার পেসার। এর মাধ্যমে একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করারও আভাস দিয়ে রাখেন তিনি। ফলে পাথিরানা একাদশে ফিরলে দুই পেসারকে নিয়েই বোলিংয়ে আক্রমণভাগ সাজায় চেন্নাই।
সম্প্রতি চেন্নাইয়ের কিছু ক্রিকেটারের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন পাথিরানা। সেখানেই ফিজের সঙ্গে তার সম্পর্ক কেমন সে বিষয়ে তাকে প্রশ্ন ছুড়ে দিলে তার জবাবে এই লঙ্কান জানান, ‘চেন্নাই দলে এসেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। এর আগে তাকে আমি খুব একটা চিনতাম না, তার সঙ্গে কখনো কথাও হয়নি। তবে তাকে চেনার পর আমার মনে হয়েছে সে মানুষ হিসেবে দারুণ।’
আরও পড়ুন: আইপিএলে লখনৌর হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল!
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/এমএস/বিটি