Connect with us
ফুটবল

লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও হোচট খেল রিয়াল মাদ্রিদ

Real madrid lost against lille
লিলের কাছে রিয়ালের হার। ছবি- সংগৃহীত

সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। লা লিগার শুরুটা মোটেও আশানুরূপ হয়নি তাদের। এবার চ্যাম্পিয়ন্স লিগেও হোঁচট খেলো লস ব্লাঙ্কোসরা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে হতাশা জনক পারফরম্যান্স করে পরাজয়ের স্বাদ পেল রিয়াল।

গতকাল বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। যেকোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো লিলের মুখোমুখি হয়েছিল রিয়াল। আর প্রথমবারের দেখাতেই হারের তিক্ত স্বাদ ভোগ করলো তারা। ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিল।

প্রায় ১৭ মাস ও ৩৬ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগের এই টুর্নামেন্টে হারের স্বাদ পেয়েছে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা। এছাড়া ১২ ম্যাচ পর যেকোন প্রতিযোগিতায় গোলশুন্য ছিল রিয়াল ফুটবলাররা। এদিকে রিয়ালের শুরুর একাদশে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন এন্দ্রিক; ১৮ বছর ৭৩ দিন।

এদিন ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ শিবিরে অসংখ্যবার আক্রমণের চেষ্টা চালায় লস ব্লাঙ্কোসরা। তবে লিলের কঠিন রক্ষণ ও গোলকিপারের বিশ্বস্ত হাতের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল হজম করে পরাজয় বরণ করতে হয় রিয়াল মাদ্রিদকে। ম্যাচের দ্বিতীয় আর্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামানো হয় চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে ও লুকা মদ্রিচকে। তবে শেষ পর্যন্ত কেউ এনে দিতে পারেনি সফলতা।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ জয় ও ১ পরাজয়ে পয়েন্ট তালিকার ১৭তম অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রিয়ালের এক ধাপ নিচে রয়েছে লিল ও এক ধাপ উপরে রয়েছে বার্সেলোনা।

এদিকে লা লিগায়ও খুব একটা স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোসরা। নিজেদের খেলা ৮ ম্যাচের ৩ টিতেই জয়হীন মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাড়িয়েছ ৮। এতে নিজেদের শীর্ষস্থান ফিরে পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে রিয়ালের জন্য।

আরও পড়ুন: জোড়া গোলে ক্যারিয়ারের ৪৬তম ট্রফি জিতলেন মেসি

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল