ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে অ্যাস্টন ভিলা। দেখিয়ে চলেছে একের পর এক চমক। গত সপ্তাহে ম্যান সিটিকে হারিয়ে জন্ম দিয়েছিল আলোচনার। এবার আর্সেনালকে ধরাসাই করে জানিয়ে দিল, তাদের স্বপ্নযাত্রা এত সহজে থামার নয়। এতে করে লিগে নিজেদের মাঠে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ডও গড়ল অ্যাস্টন ভিলা।
গতকাল (৯ ডিসেম্বর) ভিলা পার্কে আর্সেনালের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। এর আগে ম্যানচেস্টার সিটিকেও এই মাঠে কুপোকাত করেছিল অ্যাস্টন ভিলা। আর্সেনালের বিপক্ষে জয়সূচক গোলটি করেন জন ম্যাকগিন।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভিলা। ম্যাচের মাত্র ৭ মিনিটে ভালো একটি সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেনি তারা। লেওন বেইলি পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পাশ দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন। সেখান থেকে কাট-ব্যাক করে ম্যাকগিনের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন জ্যামাইকান এই মিডফিল্ডার। বল নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে জোরালো শটে গোল করেন তিনি।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্সেনাল। তবে বল দখলে এগিয়ে থাকলেও কাঙ্খিত সফলতা পাচ্ছিল না তারা। আর্সেনাল ফুটবলারদের নেওয়া একাধিক শট ফিরিয়ে দেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। তবে ম্যাচের ৯০ তম মিনিটে জালের দেখা পান কাই হাভার্টিজ। তবে শেষ পর্যন্ত রেফারির হ্যান্ডবলের সিদ্ধান্তে গোল বাতিল হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।
এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হলো আর্সেনালের। নিজেদের খেলা ১৬ ম্যাচে থেকে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিলা। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এর আগে ভিলার সাথে হেরে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানসিটি।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ জয়ের ব্যাপারে আগেই জানতেন মেসি!
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এসএস/এসএ