Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের পর ঢাকা ক্যাপিটালসের শিবিরে যুক্ত হলেন তামিম

তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের পূর্বে খেলোয়াড় দলে ভেড়ানোর প্রতিযোগিতায় মেতেছে ফ্রাঞ্চাইজিগুলো। একের পর এক দেশি-বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করছেন তারা। এবার বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস।

মুস্তাফিজুর রহমানের পর তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।আজ (শুক্রবার) ফ্রাঞ্চাইজিটি অফিশিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটার জনসন চার্লসকে দলে যুক্ত করেছে ঢাকা। এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে এ ফ্রাঞ্চাইজিটি। সবশেষ তামিমকেও অন্তর্ভুক্ত করলেন তারা।

বিপিএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ইতোমধ্যেই খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে।এই তালিকায় ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলেও নতুন দল হিসাবে যুক্ত হয়েছেন রাজশাহী

আরও পড়ুন: পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন আলিম দার

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট