পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। লাহোর ফোর্টে অনুষ্ঠিত এই ড্রাফটে সাকিব-মুস্তাফিজরা দল না পেলেও বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের ওপর ঠিকই নজর রেখেছে পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলো। যার শুরুটা হয় গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানাকে দিয়ে। বাংলাদেশের এই এক্সপ্রেস পেসারকে দলে নিয়েছে ২০১৭ আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।
নাহিদ রানার পর এই তালিকায় যুক্ত হলেন আরো দুই ক্রিকেটার। তারা হলেন লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। লিটনকে দলে নিয়েছে ২০২০ আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস। অন্যদিকে রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
এবারের ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে ছিলেন লিটন ও রিশাদ। দ্বিতীয় রাউন্ড থেকে লিটনকে দলে নেয় করাচি। যেখানে রয়েছেন আরেক বিদেশি ওপেনার ডেভিড ওয়ার্নার। এই অজি তারকাকে প্লাটিনাম ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল এক আসরের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» পাকিস্তান সুপার লিগে দল পেলেন নাহিদ রানা
» আসন্ন বিশ্বকাপে থাকছে বাংলাদেশের নারী আম্পায়ার
ব্যাট হাতে ছন্দহীন থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন। তবে চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে সবশেষ দুই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন লিটন। সেইসঙ্গে বিপিএলের রেকর্ডগড়া সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই তারকা ওপেনার। এই ছন্দ ধরে রাখতে পারবে আসন্ন ২০২৫ পিএসএলে করাচি কিংসের জার্সিতে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে দেখা যেতে পারে লিটনকে।
অন্যদিকে সিলভার ক্যাটাগরির তৃতীয় রাউন্ড থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ২০২২ ও ২০২৩ আসরের চ্যাম্পিয়নদের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি। সম্প্রতি বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে একসঙ্গে খেলেছেন শাহিন ও রিশাদ। এবার পিএসএলেও একসঙ্গে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে।
এর আগে ড্রাফটের শুরুতে ডাকা হয় সর্বোচ্চ মূল্যবান প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের নাম। এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে এই দুই তারকাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। যে কারণে প্রথম ডাকে ডাকে অবিক্রিত থেকে গেছেন তারা।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ দামি ডায়মন্ড ক্যাটাগরি থেকো কোনো বাংলাদেশিকে দলে নেয়নি ফ্রাঞ্চাইজিগুলো। এই ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়সহ মোট ৫ ক্রিকেটার। তবে দুর্দান্ত ছন্দে থাকা তাসকিনকেও নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এরপর গোল্ড ক্যাটাগরি থেকে দল পান নাহিদ রানা। বাবর আজমের অধীনে পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতাবেন এই এক্সপ্রেস পেসার।
উল্লেখ্য, এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ৫১০ জন বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি মিলিয়ে বাংলাদেশ থেকে আছেন ৩৯ জন ক্রিকেটার। আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের দশম আসর।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/বিটি