Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন

Corey Anderson
কোরি অ্যান্ডারসন। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের হয়ে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলা কোরি অ্যান্ডারসনকে শেষ বারের মত আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল ২০১৮ সালে। এরপর ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যাওয়ার পর আর কিউই দলে ফেরার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। তবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি।

তবে নিউজিল্যান্ডের জার্সিতে নয়, কোরি অ্যান্ডারসন এবার গায়ে জড়াবেন যুক্তরাষ্ট্রের জার্সি। আগামী মাসে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে৷ সেই সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার।

আসন্ন সিরিজে অধিনায়ক হিসেবে রয়েছেন মোনাঙ্ক প্যাটেল এবং সহ-অধিনায়ক অ্যারন জোন্স। স্কোয়াডে কোরি অ্যান্ডারসন ছাড়া এই দুই ক্রিকেটারের অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশটি।

এর আগে ২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ করে নেওয়া। কিন্তু তা সম্ভব না হওয়ায় বিশ্বের নানা প্রান্তের খেলোয়াড়দের দলে ভিড়িয়ে নিজেদের শক্তিমত্তা বাড়াতে শুরু করে দেশটি। কেরির স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় কোরির দেশটির নাগরিকত্ব পেতে তেমন কাঠখড় পোড়াতে হয়নি। পরে ৩৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগও পেয়ে গেলেন।

এর আগে নিউজিল্যান্ডের সাবেক এই তারকা অলরাউন্ডারের কিউই জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৩ সালে। ২০১৫ সালে কিউইদের বিশ্বকাপ স্কোয়াডেরও সদস্য ছিলেন তিনি। সবশেষ ২০১৮ সালে কিউইদের জার্সিতে মাঠে নেমেছিলেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার।

কানাডা সিরিজে যুক্তরাষ্ট্র দল:

মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, জেসি সিং, মিলিন্দ কুমার, গজানন্দ সিং, হারমীত সিং, নিসর্গ প্যাটেল, নশটুশ কেঞ্জিগে, নিতীশ কুমার, সৌরভ নেত্রভাল্কার, শেডলি ফন স্কালওয়েক, স্টিভেন টেলর ও উসমান রফিক।

আরও পড়ুন: আবারো পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন বাবর? 

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট