ব্রাজিল দলের দুঃসময়টা যেন পিছুই ছাড়ছে না । একে তো ম্যাচ হারের হতাশা তার সাথে নতুন করে যোগ হয়েছে ইনজুরি। গত মাসেই ইনজুরিতে পড়ে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন নেইমার। এবার ইনজুরিতে পড়েছেন আরেক তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।
শুক্রবার (১৭ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়ে ব্রাজিল। ম্যাচ শুরুর ৪ মিনিটেই ভিনিসিয়ুসের দেয়া পাসে মার্টিনেল্লি গোল করলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ২৭ মিনিটের মাথায় ফাউলের শিকার হন ভিনিসয়ুস। এরপরই মাঠ ছাড়তে হয় তাকে। ভিনিসিয়ুস বিহীন ব্রাজিল শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি উল্টো ২ গোল খেয়ে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে।
ভিনিসিয়ুসের পরীক্ষার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিভিএফ) জানিয়েছে, বাঁ-পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস। যার ফলে আগামি ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না।
ব্রাজিল দলের দুঃসময়টা দীর্ঘদিন ধরেই চলছে। ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বাদ হওয়ার পর থেকে আর চেনা ছন্দে ফিরতে পারেনি ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে একের পর এক হার দেখছে সেলেসাওরা। সর্বশেষ ৩ ম্যাচের দু’টি তেই হেরেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে রয়েছে নেইমার বিহীন ব্রাজিল।
আরও পড়ুন: বাংলাদেশ দলে ডাক পাওয়া নতুন দুজনকে কতটা চেনেন?
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এমটি