সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজদের পর বাংলাদেশের অলরাউন্ডার বিভাগে যুক্ত হয়েছে আরেক নাম। তিনি হলেন রিশাদ হোসেন। জাতীয় দলে যোগ দিয়েই একের পর চমক দেখাচ্ছেন এই স্পিন অলরাউন্ডার। তবে সাকিব-মিরাজদের মতো ক্রিকেটের তিন ফরম্যাটেই জ্বলে উঠতে পারবেন এই ক্রিকেটার?
সম্প্রতি বল হাতে বেশ আলো ছড়িয়েছেন রিশাদ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছে সবাই। তাই এবার প্রশ্ন জেগেছে পাকিস্তানে বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণেও কি অভিষেক হচ্ছে এই স্পিন অলরাউন্ডারের? এ প্রসঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলেন শান্ত। আসন্ন এই সিরিজে বাংলাদেশের সাদা পোশাকে রিশাদকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এখনই টেস্টে খেলার জন্য রিশাদ প্রস্তুত বলে আমার মনে হয় না। তবে এই বিষয়ে নির্বাচকরা ভালো বলতে পারবেন। তাকে এখনই টেস্টে নেওয়া হবে কি না সেটা তারাই বিবেচনা করবেন। তবে আমার মনে হয় মনে হয় এই সিরিজে তার খেলার সম্ভাবনা নেই।’
আরও পড়ুন:
» রিশাদের সফলতায় মুশতাকের পাশাপাশি যার ভূমিকা ছিল
» ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
জাতীয় দলের জার্সিতে এখনও এক বছর পূর্ণ হয়নি রিশাদ হোসেনের। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এরপর চলতি বছরের মার্চে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণেও অভিষেক হয় তার। এরই মধ্যে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একজন আস্থাবান ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ।
তবে শান্তর বক্তব্যে অনেকটাই স্পষ্ট যে, তাকে এখনই টেস্টে ক্রিকেটের জন্য বিবেচনা করছে না টিম ম্যানেজম্যান্ট। তার সামনে আরো সময় রয়েছে, সাদা বলে এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে তার। সেখানে আরো ভালো করে একজন পরিণত ক্রিকেটার হিসেবে লাল বলে বিবেচিত হতে পারেন এই উঠতি তারকা।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/বিটি