ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)আইসিসির নিয়মের বাইরেও কয়েকটি নতুন নিয়ম চালু করেছে লিগ কর্তৃপক্ষ। যার মধ্যে একটি হচ্ছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম। আইপিএলের গত আসরে এই নিয়মটি প্রবর্তন করা হয়। তবে আইপিএলের এবারের আসরে এই নিয়মটি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
গত কিছুদিন আগে আইপিএলের ‘ই প্লেয়ার’ নিয়মের সমালোচনা করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়মের বিরোধিতা করে নিজের অপছন্দের কথা জানান ভারত জাতীয় দলের অধিনায়ক। এবার তার সুরে সুর মেলালেন তারই জাতীয় দলের সতীর্থ ও বেঙ্গালুরু তারকা বিরাট কোহলি। তিনিও এই নিয়ম নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন।
সম্প্রতি সম্প্রচার মাধ্যম জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘রোহিতের সঙ্গে আমি সহমত। বিনোদন খেলার অংশ, তবে ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে এই নিয়ম (ইম্প্যাক্ট প্লেয়ার)। আমি ছাড়া আরও অনেকেই এমনটা মনে করেন।’
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মে একজন বাড়তি ব্যাটার খেলার সুযোগ থাকায় ওপেনাররা শুরু থেকেই অনেক বেশি মেরে খেলছেন, আর এতে বোলাররাও ভালো বল করতে পারছেন না। কোহলির মতে, ব্যাট এবং বলের সমান আধিপত্য থাকা উচিত।
তিনি আরও যোগ করে বলেন, ‘বোলারেরা মনে করছে প্রতি বলেই চার বা ছয় হবে। আমি এ ধরনের পরিস্থিতি আগে কখনো দেখেনি। এখানে আমরা অনেক উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলছি। এখানে এমনটা হওয়া উচিত নয়। ব্যাট এবং বলের সমান আধিপত্য থাকতে হবে। সব দলে তো আর বুমরাহ নেই। একজন বাড়তি ব্যাটার খেলানোর সুযোগ থাকায় পাওয়ার প্লে-তে ২০০ রানের স্ট্রাইক রেটে ব্যাট করছি। কারণ আমি জানি যে, আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে।’
এর আগে রোহিত বলেন, ‘ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়মটি আমার পছন্দ নয়৷ এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে, আর দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের বিনোদনের জন্যই এ নিয়মটি করা হয়েছে৷ শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরদের মতো অলরাউন্ডাররা বল করছে না, এটা আমাদের জন্য মোটেও ভালো নয়। সত্যি বলতে তাই আমি এর ভক্ত নই।’
উল্লেখ্য, ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম অনুযায়ী উভয় দল তাদের একাদশ ঘোষণার পাশাপাশি অতিরিক্ত পাঁচজন ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকা প্রকাশ করবে। পরবর্তীতে ম্যাচের মাঝে এই নিয়ম অনুযায়ী পছন্দমতো একজন ক্রিকেটারকে বদলাতে পারবে দলগুলো।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যুর একি হাল!
ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/বিটি