আন্তর্জাতিক টি-টুয়ান্টিতে টানা বার সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। তার এই কীর্তির জন্য ক্রিকেট পাড়ায় রীতিমতো প্রশংসার বানে ভাসছিলেন তিনি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি সঞ্জুর। এক বছরে আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে ৪ বার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ডও গড়লেন এই উইকেটরক্ষক।
চলতি বছরের হায়দারাবাদে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে ছিলেন সঞ্জু। এরপর গত (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণেরর সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন এই ব্যাটার। এশিয়ার প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে টানা দুই মাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি।
সারা বিশ্বে মাত্র চার জন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে পর পর দু’টি ম্যাচে শতরান করেছেন। তারা হলেন গুস্তভ ম্যাককিয়ন (ফ্রান্স), রাইলি রুসো (দক্ষিণ আফ্রিকা) এবং ফিল সল্ট (ইংল্যান্ড)। এরপর এই নজির গড়লেন সঞ্জু।
এমন এক বিস্ময়কর রেকর্ডের পর লজ্জার রেকর্ড ও গড়তে সময় নেননি সঞ্জু। পরের ম্যাচে গোল্ডেন ডাক মেরে ভারতের হয়ে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটর শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েন এই ক্রিকেটার। এর আগে এক বছরের ৩ বার করে শূন্য রানে আউট হয়েছেন ইউসুফ পাঠান (২০০৯), রোহিত শর্মা (২০১৮ এবং ২০২২) এবং বিরাট কোহলির (২০২৪)। ভারতীয়দের মধ্যে এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ৪ বার শূন্য করার লজ্জার রেকর্ড এখন সঞ্জুর নামের পাশে।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় সঞ্জুর। এখন পর্যন্ত ভারতের জার্সি গায়ে ৩৫ ম্যাচে মাঠে নেমেছে ডান-হাতি এই ব্যাটার। ব্যাট হাতে ২৫.৪ গড়ে ৭০১ রান করেছেন তিনি।
আরও পড়ুন: ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে না: আকাশ চোপড়া
ক্রিফোস্পোর্টস/১১ নভেম্বর ২৪/এইচআই